কুষ্টিয়ায় পদ্মায় জেলের জালে গৃহবধূর মরদেহ
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় রাতে নিখোঁজের পর সকালে পদ্মা নদীতে জেলেদের জালে মিলেছে আঞ্জমান (২০) নামের এক গৃবধূর মরদেহ।
শনিবার সকালে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের কালোয়া ফকিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। তিনি একই এলাকার আসিফ শেখের স্ত্রী।
জানা যায়, শুক্রবার আসিফ শেখের জন্মদিন ছিলো, রাতে জন্মদিনের অনুষ্ঠান শেষে আঞ্জমানের খোঁজ পাওয়া যায়না। পরে আজ সকালে জেলেদের জালে তার মরদেহ পাওয়া যায়। তবে পরিবারের দাবি তার উপর জ্বীনের আছর ছিল। এই কারনে এমন ঘটনা ঘটতে পারে। কুমারখালী থানার ওসি সোলায়মান শেখ বলেন, কয়া ইউনিয়নে গৃবর্ধূথর মরদেহ উদ্ধার হয়েছে। তবে পদ্মা নদীতে হওয়ায় নৌ পুলিশকে খবর দেওয়া হয়েছে। বিষয়টি নৌ পুলিশ দেখছে।