বাঁশখালীতে নির্বাচন স্থগিতের প্রতিবাদে শ্রমিক সংগঠনের সড়ক অবরোধ
প্রকাশ | ০২ মার্চ ২০২৫, ০০:০০
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে চাম্বল, শেখেরখীল, ছনুয়া রিকশা চালক ও অটোরিকশা সিএনজি শ্রমিক কল্যাণ সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত ও নির্বাচনের আগেরদিন সভাপতি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেপ্তারের প্রতিবাদে বাঁশখালীর প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
ড়শ শুক্রবার সন্ধাড বাঁশখালীর প্রধান সড়কের চাম্বল বাজার পয়েন্টে সড়ক অবরোধ করেন তারা। এরপর প্রশাসনের আশ্বাসে রাত ৯টার দিকে সড়ক ছাড়েন শ্রমিকরা। এ সময় নাপোড়া বাজার, টাইমবাজার, সিকদার দোকানসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে ভোগান্তিতে পড়েন এসব রুটে চলা সাধারণ যাত্রীরা।
জানা যায়, 'বৃহস্পতিবার রাতে নির্বাচনের সভাপতি প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় সেলিম উদ্দিনকে নিরপরাধ দাবি করে তার মুক্তির জন্য থানা ঘেরাও করেন সাধারণ শ্রমিকরা। পরবর্তী বিষয়টি ভাইরাল হলে শ্রমিকরা নির্বাচন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপর নির্বাচনের একদিন আগে নির্বাচন স্থগিত করলে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। এর পরপরই নির্বাচন স্থগিত ও সভাপতি প্রার্থী গ্রেপ্তারের প্রতিবাদে ৩ ঘন্টা সড়ক অবরোধ করেন তারা।