খুলনায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম -যাযাদি
খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেছেন, চলতি রমজানে নগরীতে ১০ ট্রাকে স্বল্প মূল্যে নিত্যপণ্য সরবরাহ করা হচ্ছে। এছাড়া ৯ উপজেলায় ৮০ হাজার টিসিবি কার্ডধারীকে পণ্য সরবরাহ করা হচ্ছে। অন্যদিকে নগরীর বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের নিয়ে একাধিক মতবিনিময় সভার মাধ্যমে মাছ, মাংস, দুধ ডিমসহ সকল পণ্যের মূল্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হচ্ছে। এর সঙ্গে জেলা প্রাণী সম্পদ অফিসের উদ্যোগে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি নতুন মাত্রা যোগ হয়েছে। চলতি রমজানে খুলনার বাজার স্থিতিশীল থাকবে।
তিনি প্রথম রমজান রোববার খুলনা প্রাণী সম্পদ কার্যালয়ের সামনে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। জেলা প্রাণী সম্পদ অফিসার ডা. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ভেটেনারী অফিসার ডা. সঞ্জয় কুমার দাস, ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার আশরাফুল কবীর, দিঘলিয়া উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. মাহমুদ সুলতানা, বটিয়াঘাটা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. তরিকুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসের অবসরপ্রাপ্ত উপ সহকারী কর্মকর্তা আ. জলিল প্রমুখ।