তিন জেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
তিন জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ব্রাহ্মণবাডড়িয়ার সরাইলে মহাসড়কের পাশের ৪০ দোকান উচ্ছেদ, টাঙ্গাইলের ঘাটাইলে লাল মাটি কাটার দায়ে ৩জন আটক ও রাঙামাটির রাজস্থলীতে নিত্যপণ্যের দাম বেশি রাখায় জরিমানা করা হয়। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিসবত্মারিত খবর- স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার খাঁটিহাতা বিশ্বরোড এলাকায় অভিযানে কমপক্ষে ৪০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করা হয়। রোববার উপজেলা প্রশাসন, সদর ও সরাইল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে। সংশ্লিষ্ট সূত্র জানায়, যানজট নিরসনের লক্ষ্যে বিশ্বরোড এলাকায় সড়কের পাশ ঘেঁষে গড়ে উঠা অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এ সময় বুলডেজার দিয়ে ও শ্রমিক লাগিয়ে অন্তত ৪০টির মতো দোকান গুড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ অভিযানে সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোশারফ হোসাইন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, খাঁটিহাতা হাইওয়ে থানার ওসি মামুন রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় লাল মাটি কাটার দায়ে ৩ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আবু সাইদ মাটি বোঝাই একটি ট্রাক জব্দ করেন। গত শুক্রবার যৌথ অভিযানে তিনজনকে হাতেনাতে আটক করা হয়েছে। উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশ, আনসার ও সেনাবাহিনী সদস্যরা অংশ নেন। আটকরা হলেন- উপজেলার সংগ্রামপুরের মৃত আ. রশিদের ছেলে আ. রাজ্জাক, আমুয়া বাইদের মৃত আ. মজিদের ছেলে মো. সেলিম আল মামুন ও কুড়িপাড়ার জয়েন মন্ডলের ছেলে লাল মোহাম্মদ। রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী বাজারে পবিত্র রমজান মাস উপলক্ষে কয়েকটি দোকানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্যের ঊর্ধগতি নিয়ন্ত্রণে বিশেষ করে উচ্চ মূল্যে পণ্য সামগ্রী বিক্রয়ের অভিযোগে অভিযান ও বাজার মনিটরিং কার্যক্রম এবং মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও রাজস্থলী ইউএনও সজীব কান্তি রুদ্র। অভিযানে অত্যাধিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়, রসিদ-ভাউচার সংরক্ষণ না করা, পণ্যের যথাযথ মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা, লাইসেন্স না থাকায় মৃদুল স্টোরকে দুই হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা কালে রাজস্থলী থানা পুলিশ কর্মকর্তা, সঙ্গীয় ফোর্স স্থানীয় সাংবাদিক ও নির্বাহী অফিসারের সিএ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।