চট্টগ্রামে পুলিশের ওপর হামলা:গ্রেপ্তার আরও ১০

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতের চরপাড়া ঘাটের কাছে এক পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় আরও ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে এ ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো। শনিবার দিবাগত রাতে নগরের পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হপলন- গণপতি (৫৭), হামিদুর রহমান (৩০), রোহান (২০), আরিফ প্রমাণিক (৩৫), রাব্বি (৩৫), শুভ (১৯), জীবন (২৬), রুমেল (৩০), রেজাউল করিম (৪৫) ও সিয়াম শেখ (১৮)। রোববার পতেঙ্গা মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার বদরুল আলম মোলস্নার সার্বিক দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করে পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা উপ-পরিদর্শক ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ এবং ওয়্যারলেস সেট ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য শোর-চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। পুলিশ আরও জানায়, পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে উপ-পরিদর্শক ইউসুফ আলীকে উদ্ধার করেন। একই সঙ্গে উত্তেজিত জনতা মব সৃষ্টিকারী দুইজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। এ সময় ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাইকাজে ব্যবহৃত একটি চাকু ও মোটর সাইকেল জব্দ করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার কিছুক্ষণ পর ওই যুবকের দল আরও কিছু লোক নিয়ে আসে। এসআই ইউসুফ যখন তার টহল গাড়ির দিকে যাচ্ছিলেন, তখন তারা তাকে ঘিরে ধরে এবং প্রশ্ন করে- 'আপনি তো ভুয়া পুলিশ। আপনার আইডি কার্ড কই' উত্তরের অপেক্ষা না করেই তারা আকস্মিকভাবে তার ওপর আক্রমণ চালায়। একটি ভিডিও ফুটেজে দেখা যায়, এসআই ইউসুফ কান্নাজড়িত কণ্ঠে বলছেন, 'আমার মোবাইল, মানিব্যাগ, ওয়্যারলেস সব নিয়ে গেছে ওরা।' তার শরীরে আঘাতের লাল দাগ দেখা যায়। তিনি চিৎকার করে বলতে থাকেন, 'আমার মানসম্মান সব শেষ।'