বরিশালে মেয়ের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃতু্য
জামালপুরে বাসের ধাক্কায় অটোরিকশা চালক নিহত
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
বরিশাল অফিস ও জামালপুর প্রতিনিধি
বরিশালে উজিরপুরে ইজিবাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে দুর্ঘটনাকবলীত হয়ে সুনীতি মিস্ত্রী নামে ৭০ বছরের এক বৃদ্ধার মৃতু্য হয়েছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার নিজ বাড়ি থেকে মেয়ের বাড়ি মাদার্শীতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুনীতি মিস্ত্রী উজিরপুর উপজেলার হাবিবপুর এলাকার হাউরের পাড় এলাকার বাসিন্দা নগেন মিস্ত্রীর স্ত্রী।
স্থানীয়রা জানান, উজিরপুর উপজেলার চতলবাড়ী মোড় অতিক্রম করে যাওয়ার সময় ইজিবাইকের চাকায় সুনীতি মিস্ত্রীর শাড়ির আঁচল পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উজিরপুর মডেল থানার ওসি আব্দুস সালাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
জামালপুর প্রতিনিধি জানান, জামালপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। রোববার সকালে সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় যাত্রীবাহী ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। নিহত অটোচালক আবুল কাশেম(৩৫) জামালপুর পৌর এলাকার হরিপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ী মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের দ্রম্নত গতির একটি বাস ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে আবুল কাশেম মারা যান।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, বাসের সঙ্গে অটোরিকশার ধাক্কায় অটোচালক নিহত হয়েছেন এবং তিনজন আহত হন। মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এদিকে জামালপুরে সড়ক দুর্ঘটনায় নিহতের প্রতিবাদে বাসে আগুন দেওয়ার ঘটনায় জামালপুর-ময়মনসিংহ সড়ক বাস চালক-শ্রমিকরা অবরোধ, এতে করে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এক ঘন্টা পর চালক-শ্রমিকরা তাদের অবরোধ প্রত্যাহার করে নেয়।