শ্রীপুরে বর্ধিত সভা চলাকালে টেন্ডারবাজি বিএনপি সভাপতিকে শোকজ!

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি
কেন্দ্রীয় বর্ধিত সভা চলাকালে সেখানে উপস্থিত না হয়ে একটি হাটের টেন্ডারবাজিতে ব্যস্ত থাকার অভিযোগে গাজীপুরের শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরকে শোকজ করা হয়েছে। শনিবার রাতে জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে কারণ দর্শানোর নোটিশের এ তথ্য নিশ্চিত করা হয়। নোটিশে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গত ২৭ ফেব্রম্নয়ারি কেন্দ্রীয় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওই সভায় আপনার উপস্থিতি বাধ্যতামূলক ছিল। কিন্তু আপনি দলের একজন দায়িত্বশীল নেতা হয়েও যথাযথ কর্তৃপক্ষকে অবহিত না করে বর্ধিত সভায় উপস্থিত না থেকে স্থানীয় একটি হাটের টেন্ডারবাজিতে ব্যস্ত ছিলেন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যা দলের শৃঙ্খলা ভঙ্গের শামিল। সুতরাং কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ কারণ দর্শিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হলো।' এ বিষয়ে কথা বলতে উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকিরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও বক্তব্য জানা যায়নি। গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, 'কেন্দ্রীয় বর্ধিত সভায় উপজেলা সভাপতির উপস্থিতি একান্তই জরুরি ছিল। কিন্তু তিনি উপস্থিত হননি। এছাড়াও ওই সময়ে একটি হাটের টেন্ডারে তিনি উপস্থিত আছেন মর্মে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিষয়টি বিএনপির ঊর্ধ্বতন পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করে। তাই, তাকে কারণ দর্শিয়ে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দেওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে।'