কেন্দুয়ায় নৈরাজ্য প্রতিরোধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
ফ্যাসিবাদী ও পতিত আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধে নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ১২নং রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে ও ইকবাল হাসানের সৌজন্যে রোয়াইলবাড়ি বাজারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন ভূঁইয়া সুরুজ আলীর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল বাবলু। এ ছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রদল নেতা কাওসার আহম্মেদ হৃদয়, নূরুল আমিন, হাকিমুলস্নাহ প্রমুখ।