নীলফামারীর সৈয়দপুর ও কিশোরগঞ্জে কলেজ ছাত্রদলের কমিটি গঠন

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকাতলে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের অঙ্গিকারে নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আওতায় সৈয়দপুর ও কিশোরগঞ্জে বিভিন্ন কলেজে ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার সৈয়দপুর ও কিশোরগঞ্জ উপজেলার ছয়টি কলেজ ছাত্রদলের কমিটির অনুমোদন দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি হোসাইন মোহাম্মদ আরমান ও সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম রাব্বি। সংগঠনটির সুত্র জানায়, সৈয়দপুরের পাঁচটি এবং কিশোরগঞ্জের একটিসহ ছয়টি কলেজে গঠিত ছাত্রদলের পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি ঘোষণা দেওয়া হয়। এসবের মধ্যে সৈয়দপুর সরকারি কলেজ কমিটিকে আগামী এক মাস এবং অন্যান্য কলেজে ৭ দিনের মধ্যে পূর্নাঙ্গ কমিটি গঠণের নির্দেশনা দেওয়া হয়। যেসব কলেজের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে সেগুলো হলো- সৈয়দপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন সিহাব ইসলাম ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হৃদয়। এছাড়া সিনিয়র সহ সভাপতি রাজু ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহেদ সিফাত, সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলাম, প্রচার সম্পাদক ইসমে সিফাত, দপ্তর সম্পাদক নাহিদুজ্জামান আদর ও ছাত্রী বিষয়ক সম্পাদক নওশিন আক্তার জান্নাতু। কামারপুকুর ডিগ্রি কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে রুবেল ইসলাম ও শাহানুর ইসলাম লিমন। এছাড়া সিনিয়র সহ সভাপতি নুর ইসলাম সাকিব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম রানা, সাংগঠনিক সম্পাদক রাসেল ইসলাম, প্রচার সম্পাদক রাকিব অন্তর ও দপ্তর সম্পাদক সাকিব রানা। মকবুল হোসেন টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে সভাপতি মো. আকাশ ও সাধারণ সম্পাদক হয়েছেন মিনহাজুল ইসলাম মিনহাজ। হাজারীহাট স্কুল এন্ড কলেজের সভাপতি হয়েছেন মেরাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান মেহেরাব, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত হাসান লিমন ও সাংগঠনিক সম্পাদক হয়েছেন আরাফাত জামান। খলিশা বেলপুকুর স্কুল এন্ড কলেজের সভাপতি হয়েছেন মো. রিয়াদ আলী অন্তর ও সাধারণ সম্পাদক আরাফাত সরকার রোহান। কিশোরগঞ্জ সরকারি কলেজের সভাপতি হয়েছেন রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. সাজিদ ফয়সাল রাদ। এছাড়া সিনিয়র সহ সভাপতি মো. সাগর মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মামুন ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. নুরনবি ও দপ্তর সম্পাদক মো. নুরুল ইসলাম নাহিদ।