রামগতিতে উপজেলা ও পৌর যুব দলের আহবায়ক কমিটি

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

রামগতি (লক্ষ্ণীপুর) প্রতিনিধি
লক্ষ্ণীপুরের রামগতিতে উপজেলা ও পৌরসভা যুবদলের নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল লক্ষ্ণীপুর শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে এ কমিটি অনুমোদন পায়। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে ওইদিন সন্ধ্যায় উপজেলা সদর আলেকজান্ডার বাজারে আনন্দ মিছিল ও পথসভায় আয়োজন করেন তারা। উপজেলা যুবদলের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটিতে শিবলী নোমানকে আহবায়ক, জামির আলীকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং সাবেক উপজলা ছাত্রদল সভাপতি শাহ মোহাম্মদ শিব্বিরকে সদস্য সচিব করা হয়। আবদুল করিমকে পৌরসভা যুবদলের আহবায়ক, আকবর হোসেনকে সিনিয়র যুগ্ম আহবায়ক এবং মাহবুবুর রহমান কবিরকে সদস্য সচিব করে ৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।