কয়রায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০

কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ২ নং কয়রা গ্রামের মুনসুর ঢালীর ছেলে হারুন অর রশিদ ঢালী। রোববার সকাল ১০ টায় উপজেলা প্রেস ক্লাবে লিখিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি জানান। তিনি বলেন, 'একই গ্রামের মৃত আক্কাজ আলী খাঁর ছেলে আব্দুল কাদের তার নিজ ফেসবুক আইডি থেকে আমার নামে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে। যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। ফেসবুক আইডিতে অভিযোগ করা হয়েছে আমি তার বাড়ি ঘর দখল করে নিয়েছি। যা সম্পুর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। প্রকৃত ঘটনা হচ্ছে বিগত ২০২৪ সালের জুলাই বিপস্নবের পর থেকে সে নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্ময়ক দাবি করে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রকম তথ্য সরবরাহ করে। এক পর্যায়ে মুঠো ফোনে সে আমাকে আমার নামীয় খরিদকৃত জমি থেকে একাংশ তার নামে ও তার মায়ের নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। আমি অস্বীকৃতি জানানে সে আমার নামে কয়রা কোর্টে একটি মিথ্যা মামলা দায়ের করে।'