'ঈশ্বরগঞ্জের কমিটি তারেক রহমানের নির্দেশে, মানি না বলার সুযোগ নেই'
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) অ্যাডভোকেট শাহ ওয়ারেস আলী মামুন বলেছেন, 'ঈশ্বরগঞ্জের এই কমিটি তারেক রহমানের নির্দেশে হয়েছে। সুতরাং, আজকের পর থেকে কেউ যদি মানি না, মানবো না বলে বিরোধীতা করেন, দয়াকরে বিএনপি থেকে পদত্যাগ করে চলে যান। কেননা, বিএনপির নাম নিয়ে মানি না মানবো না বলার সুযোগ নেই।'
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত শনিবার ঈশ্বরগঞ্জ পৌরসভার অডিটোরিয়াম কক্ষে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আহ্বায়ক কমিটির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূইয়া মনির সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি প্রকৌশলী লুৎফুলস্নাহেল মাজেদ বাবু।