শিল্পকলায় টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালা
অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ
প্রকাশ | ০৩ মার্চ ২০২৫, ০০:০০
বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় ৭ দিনের টেরাকোটা ফলক নির্মাণ কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ১ মার্চ বিকালে একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের প্রাচ্যকলা বিভাগের অনারারি প্রফেসর ড. আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান।
অনুষ্ঠানে কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে গুণগত মান বিবেচনায় ১০ জন শিল্পীকে পুরস্কার এবং অংশগ্রহণকারী ৬২ জন শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়। ১৯-২৫ ডিসেম্বর পর্যন্ত এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ১২ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিষয়ের ৬২ জন শিক্ষার্থী অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি