অস্ত্র-গুলিসহ ৮ জেলায় ২৪ জন গ্রেপ্তার

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
অস্ত্র-গুলিসহ ৮ জেলায় ২৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে চট্টগ্রামে ৩, ভোলায় ১, বাগেরহাটে ৬, নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই, আড়াইহাজারে ৮, নওগাঁর আত্রাইয়ে এক, জামালপুরের বকশীগঞ্জে এক, সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক ও সাতক্ষীরার শ্যামনগরে একজনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানা এলাকায় শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিলস্নাতসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, গুলি এবং দেশে তৈরি বিভিন্ন অস্ত্র ও মাদক জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্ত্রাসী মিজান গ্রম্নপ আরেক শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রম্নপের প্রতিদ্বন্দ্বী। চাঁদাবাজির আধিপত্য নিয়ে তাদের মধ্যে পুরনো দ্বন্দ্ব রয়েছে। সোমবার নগরের দামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর বিভাগের উপ-কমিশনার আমিনুল ইসলাম। এরআগে রোববার বিকেলে নগরের বায়েজিদ বোস্তামী থানাধীন ওয়াজেদিয়া মাদ্রাসার পাশে একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলেন-মোহাম্মদ মিলস্নাত (২৪), মোহাম্মদ আবুল হাসনাত ফাহিম (২০) এবং মো. রুবেল (২৬)। তাদের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। উপ-কমিশনার আমিনুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শীর্ষ সন্ত্রাসী মিজানের সহযোগী মিলস্নাতসহ তিনজনকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ছাড়াও ৯ রাউন্ড গুলি, দুটি পিস্তলের ম্যাগাজিন, একটি হাঁসুয়া, একটি ধারালো ছুরি, দুটি কেঁচি, পাঁচটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক, ১১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় দেশীয় আগ্নেয়াস্ত্র, কার্তুজসহ নাজিম উদ্দিন (৪০) নামে একজনকে কোস্টগার্ড, পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে দুইটি দেশীয় অগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার নাজিম ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাপ্তা এলাকার বাসিন্দা। সোমবার কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাতে ভোলা সদরের মধ্য বাপ্তা এলাকার তার বাড়িতে কোস্টগার্ড দক্ষিণ জোনের নেতৃত্বে পুলিশ ও মাদক দ্রব্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। ওই সময় ২টি আগ্নেয়াস্ত্র, ২ কার্তুজ ও একটি দেশীয় অস্ত্রসহ নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয় বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট জেলায় ৪ জন গ্রেপ্তার হয়েছেন। গত রোববার থেকে সোমবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক কাজী মো. শহিদুজ্জামান জানান, জেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ২৪ ঘন্টায় মোট ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ ও কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকা থেকে ফেন্সিডিল, বাংলা মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার রাতের্ যাব-১ এর সদস্যরা তাদের গ্রেপ্তার করে রূপগঞ্জ থানা পুলিশে সোপর্দ করেছে। পুলিশ জানায়, উপজেলার পিতলগঞ্জ এলাকা থেকে ৫০ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল বাংলা মদসহ মাদক ব্যবসায়ী অপু দাসকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি পিতলগঞ্জ মনিপাড়া গ্রামের নারায়ণ দাসের ছেলে। এছাড়া রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়নের খামাড়পাড়া এলাকার মাদক ব্যবসায়ী সাব্বির আহমেদকে (২২) ১৬পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন, গ্রেপ্তার দুই মাদক ব্যবায়াসীকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের থানা পুলিশ শুক্রবার রাতে বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করেছে। তাদের শনিবার বিকেলে কোর্টে প্রেরণ করা হয়। গ্রেপ্তাররা হচ্ছেন, হানিফ (৪৭), বিলস্নাল হোসেন (৫০), মোহাম্মদ আজিজুল (৩২), রাসেল (২২), নূর মোহাম্মদ (২৫), আক্তার হোসেন (২৪), মাসুম (৩৪) এবং আকাশ তালুকদার (৪৫)। আত্রাই (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর আত্রাইয়ে ছাত্রলীগ নেতা অমিত কুমার সাহাকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ ছাত্রলীগ আত্রাই মোলস্না আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ শাখার সভাপতি ও উপজেলার বহলা গ্রামের অমিও কুমার সাহার ছেলে অমিত কুমার সাহা। আত্রাই থানার ওসি শাহাবুদ্দিন বলেন, রাজনৈতিক মামলায় সোমবার সাহেবগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তাকে থানা হেফাজতে রাখা হয়েছে। বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জানান, জামালপুরের বকশীগঞ্জে বাবুল চিশতি শিল্প পার্কের মালামাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাজু মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে পৌর শহরের চাউকাউরিয়া পশ্চিম পাড়া বাবুল চিশতি শিল্প পার্কে এঘটনা ঘটে। শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি জানান, সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় মর্তুজ আলী (৩৮) নামের এক ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার সন্ধ্যায় গোপন সংবাদে খবর পেয়ে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে উপজেলার পাথারিয়া ইউনিয়নের গণিগঞ্জ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। সোমবার বিকালে গ্রেপ্তার ডাকাত সর্দার মর্তুজ আলীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ সময় তার কাছ থেকে একটি পাইপগান বন্দুক ও ৪টি কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেপ্তার হওয়া মর্তুজ আলী একই উপজেলার শিমুলবাক ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের চেরাগ আলীর ছেলে। শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি জানান, সাতক্ষীরার শ্যামনগর থানা পুলিশ রোববার দুপুরে উপজেলার এক ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতিকে গ্রেপ্তার করেছেন। জানা যায়, নকিপুর বাজার থেকে পদ্মপুকুর ইউপির ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি প্রভাষ মন্ডলকে (৬৮) গ্রেপ্তার করে। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবীর মোল্যা বলেন গ্রেপ্তার প্রভাষ মন্ডলকে আদালতে সোপর্দ করা হয়েছে।