বরগুনার আমতলীতে খালের লীজ বাতিলের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন -যাযাদি
বরগুনার আমতলীতে খালের লীজ বাতিলের দাবিতে এবং বিএনপি নেতার মুক্তির দাবিতে রাঙামাটির রাজস্থলীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
আমতলী (বরগুনা) প্রতিনিধি জানান, বরগুনার আমতলীতে আঠারোগাছিয়া ইউনিয়নের হরতিকবাড়িয়া খালের লীজ বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকালে আঠারেগাছিয়া বাজারে আঠারোগাছিয়া সমবায় সমিতির সভাপতি বদরুল হাসান বাকেরের সভাপতিত্বে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যবসায়ী তোতা মিয়া, আকরাম হোসেন, মিজানুর রহমান, নুরুল হক, আনোয়ার হোসেন, জাকির হোসেন সলেমান হাওলাদার, কৃষক হেসেন প্যাদা প্রমুখ।
জানা গেছে, উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের হরতিকবাড়িয়া খালটি দীর্ঘদিন জনসাধারন স্থানীয় সমবায় সমিতির মাধ্যমে লীজ নিয়ে মাছ চাষ করে আসছে। ২০২৫ সালে আমতলী পৌরসভার ০৯ নং ওয়ার্ডের লোছা মৎস্যজীবী সমবায় সমিতি লি: এর নামে আক্কেল গাজীর নামে লীজ দেওয়া হয়। আইন মোতাবেক এই সমিতি আমতলী পৌরসভার বাহিরে কোন খাল লীজ নিতে পারবে না। এদিকে লীজ বাতিল চেয়ে বরগুনা জেলা প্রশাষক ও আমতলী ইউএনওকে বিবাদী করে আমতলী সহকারী জজ আদালতে বদরুল হাসান বাকের বাদী হয়ে মামলা করেন মামলা নং ৪৭/২৫ (আম)। আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীদের কারন দর্শানোর নোটিশ দিয়েছেন।
রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবলুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলাধীন বাঙ্গালহালিয়া বাজার এলাকায় ছাত্র বিষয়ক সম্পাদক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমানের উপস্থাপনায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছিদ্দিক মোলস্নার সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ। উপস্থিত ছিলেন বাবলুর পরিবার ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান কল্যাণ ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জিকু কুমার দে, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মামুন, বান্দরবান সদর উপজেলার বিএনপির যুগ্ন আহবায়ক বাহাদুর আলম, বাঙ্গালহালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী।