শৈলকুপায় আগুনে বিএনপির কার্যালয় পুড়ে ছাই

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

ঝনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে ভয়াবহ আগুনে ইউনিয়ন বিএনপির কার্যালয় ও দুই ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে ভুস্মভূত হয়ে গেছে। গত রোববার দিবাগত রাতে শৈলকুপা উপজেলার কাজীপাড়া বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, রাত ২টার দিকে ওই বাজারের মুদি দোকানি সেলিমের দোকানে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শৈলকূকুপা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সেলিমের মুদি দোকান, রওশন জামানের সার ও কীটনাশকের গুদামসহ বেশ কয়েকটি দোকান এবং ১৫নং ফুলহরি ইউনিয়ন বিএনপির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়। আগুনে ব্যবসায়ীদের প্রায় অর্ধকোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন লিডার হারুন অর-রশিদ জানান, খবর পাবার পর ঘটনাস্থলে গিয়ে আমাদের একটি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করতে পারেননি।