নড়াইলে ছাত্রদলের দুটি ইউনিটে আংশিক কমিটির অনুমোদন
প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০
নড়াইল প্রতিনিধি
নড়াইলে ছাত্রদলের দুটি ইউনিটে আংশিক কমিটির অনুমোদন দিয়েছে জেলা ছাত্রদল।
জেলার নবগঙ্গা ডিগ্রি কলেজ ছাত্রদলের আংশিক কমিটিতে সভাপতি হয়েছেন খালিদ রেজা। এছাড়া সিনিয়র সহ-সভাপতি রিফাত শেখ, সহ সভাপতি আরমান খাঁন, তসরুজ্জামান ( আব্দুলস্নাহ) ও মোঃবায়জিদ সিকদার। সাধারণ সম্পাদক সাকিব হোসেন সরদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নীলা খানম,যুগ্ম সাধারণ সমাপাদক মো. আল আমিন মোল্যা, ইমন মোল্যা। সাংগঠনিক সম্পাদক ফরহাদ শেখ এবং প্রচার সম্পাদক হিসাবে কাজী আবু রাদের নাম রয়েছে।
এছাড়া মুন্সী মানিক মিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের কমিটির সভাপতি হিসাবে ফাহিম খাঁন,সিনিয়র সহ সভাপতি খান জাবেরী বিন জিয়া, সাধারণ সম্পাদক তারেক মোলস্না, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব মোল্যা, সাংগঠনিক সম্পাদক সাহাদাৎ আলি খান ও প্রচার সম্পাদক হাছনাত মোল্যাকে নির্বাচন করা হয়েছে। নড়াইল জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বিশ্বাস ও সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান(সনি)র স্বাক্ষরিত এক বিবৃতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কমিটি পূর্নাঙ্গ করে জেলা ছাত্রদলের নিকট জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।