সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০
প্রতিনিধি
ঘর প্রদান
ম স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার
মৌলভীবাজারের শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস) এর পক্ষ থেকে জেলার কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের রুপসপুর গ্রামের অসহায় ছবর আলীকে দুই কক্ষ বারিন্দাসহ এবং শমসেরনগর ইউনিয়নের সতিঝিঁর গ্রামের জিলস্নুর রহমানকে পাকা ঘর করে দিয়েছে। ছবর আলী একেবারে ছোট একটা ঘরে ধানের খড় চাউনি দিয়ে পরিবারে সাত সদস্যকে নিয়ে করেছেন বসবাস করতেন। গত বন্যায় আরও বিপর্যস্ত হয়ে পরে ঘরটি এবং জিলস্নুর রহমানের ঘরেটিও ছিল খুবই বিপর্যস্ত। গত বছর বন্যার্তকে ত্রাণ দিতে গিয়ে সংগঠনের দৃষ্টিগোচর হলে ঘর দুইটি ভেঙে পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় সংগঠনটি।
গত রোববার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিবসহ সংগঠনের আন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বিআইএস জেলা দাফন কাফন ও সৎকার টিম লিডার আশরাফুল খান রুহেল, সহ সাংগঠনিক সচিব কামরুল হাসান, অর্থ সচিব নাজমুল হোসাইন, যুগ্ম অর্থ সচিব কামরান চৌধুরী, যুগ্ম দপ্তর সচিব আবদুস সোবহান দেওয়ান প্রমুখ।
প্রশিক্ষণ অনুষ্ঠিত
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালীগঞ্জে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ পৌরসভা কর্তৃক আয়োজিত সোমবার সকাল থেকে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তনিমা আফ্রাদ। প্রশিক্ষক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাহমুদুল হাসান, ভেটেরিনারি সার্জন ডা. মোহাম্মদ মামুন। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন প্রশিক্ষণার্থী, পৌরসভা এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
ভিডিও প্রদর্শনী
ম লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বৌলতলী ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী করা হয়েছে। সোমবার পরিষদের মিলনায়তনে প্যানেল চেয়ারম্যান সেলিনা মোড়লের সভাপতিত্বে ও উপজেলা কো-অর্ডিনেটর শিলা আক্তারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম্য আদালত বিষয়ে বক্তব্য রাখেন বৌলতলী ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব ফিরোজ মিয়া, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ইদ্রিস আলী শেখ, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিলা আক্তার, সাংবাদিক তাজুল ইসলাম রাকিব, আব্দুর রহমান দপ্তরী। উপস্থিত ছিলেন ফিরোজ তালুকদার, কাউসার আহমেদ, মাহবুব আলম নান্টু, আবুল কালাম মুন্সী, শাজাহান হাওলাদার প্রমুখ।
আলোচনা সভা
ম পীরগঞ্জ (ঠাকুরগাও) প্রতিনিধি
ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ৭ম জাতীয় ভোটার দিবস-২০২৫ উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনের্ যালি অনুষ্ঠিত হয়।র্ যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ইশফাকুল কবির, পীরগঞ্জ থানার অফিসার ওসি তাজুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ন্িরবাচন অফিসার আসাদুজ্জামান। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন ব্যাক্তি ব্রগ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপস্থিত নাগরিকদের মাঝে স্মারট কা্রড বিতরণ করা হয়। এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯ হাজার ৬৯ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৬ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬২৭ জন।
মশারী মিছিল ও সমাবেশ
ম খুলনা প্রতিনিধি
খুলনায় মাত্রাতিরিক্ত মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। কিন্তু কেসিসির নেই তেমন কোনো কার্যকরী পদক্ষেপ। মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাফবতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে এক মশারী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার নগরীর পিকচার প্যালেস মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা নাগরিক সমাজের আহবায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আ ফ ম মহসীনের সভাপতিত্বে এবং সদস্য সচিব অ্যাডভোকেট বাবুল হাওলাদারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, গণ সংহতি আন্দোলনের খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, নাগরিক নেতা মিনা আজিজুর রহমান, মিজানুর রহমান বাবু, জাসদ নেতা রেজাউল করিম, বৃহত্তর খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, আমরা বৃহত্তর খুলনাবাসীর সাধারণ সম্পাদক সরদার আবু তাহের, নিরাপদ সড়ক চাই (নিসচা)'র খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, সিপিবি নেতা বীরমুক্তিযোদ্ধা নিতাই পাল প্রমুখ।
সংবাদ সম্মেলন
ম গাজীপুর মহানগর প্রতিনিধি
গাজীপুর সদরের শিরিরচালা গ্রামের বাসিন্দা শাহিনা চৌধুরী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাউসার মোলস্নার নির্যাতনে অতিষ্ঠ হয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছেন।
গাজীপুর প্রেস ক্লাবে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে স্বামী হারা শাহিনা চৌধুরী বলেন, তার স্বামী বাবুল হোসেন মারা যাওয়ার পর থেকে কাউসার মোলস্না তাকে নানাভাবে হয়রানি করে আসছে। তার স্বামীর সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়েছেন। ক্ষমতার জোরে তার অনুসারীদের নিয়ে তার বাড়ির ভাড়াটেদের হুমকি দিয়ে ভাড়া উঠিয়ে নিয়েছেন। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত ও শ্লীলতাহানি করেন। অভিযোগের বিষয়ে কাউসার মোলস্না বলেন, 'শাহিনা চৌধুরী সুমা (আমার স্ত্রীর বড় ভাইয়ের বউ) ভাবি হয়। এখানে দলীয় প্রভাব বিস্তারের কোন বিষয় নাই। ভাবির সঙ্গে জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব থেকে বিরোধ রয়েছে।'
আসামি গ্রেপ্তার
ম স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃতু্যদন্ডপ্রাপ্ত আসামি শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছের্ যাব। শনিবারর্ যাব-১৪'র টাঙ্গাইল ক্যাম্প প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।র্ যাব-১৪'র সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা জানান, শুক্রবার দিনগত রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাহাদাত হোসেন(৪০) টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করার মামলায় বিচারক তার মৃতু্যদন্ডের রায় দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।
ওসির বাজার মনিটরিং
ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ পৌর শহরের কাঁচা বাজার, মাছ বাজার, হোটেল, বিভিন্ন বিপনিবিতান সহ নিত্যপণ্যের বাজার মনিটরিং করেন।
এ সময় প্রত্যেক ব্যবসায়ীকে দ্রব্যমূল্যের বৃদ্ধি না করতে নির্দেশনা প্রদান করেন এবং প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা টানানোর নির্দেশ দেন। বিশেষ করে ভোজ্য তেল, ছোলা, মাংসের মূল্য অহেতুক বৃদ্ধি করলে আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী দেন ওসি খন্দকার শাকের আহমেদ।
পাশাপাশি বাজারের ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।
বাজার মনিটরিংকালে বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চার দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে ডিপেস্নামা মেডিকেল অ্যাসোসিয়েশনের নীলফামারী শাখা। রোববার নীলফামারী প্রেস ক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনে নিজেদের দাবি তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা। এতে বক্তব্য দেন ডিপেস্নামা মেডিকেল অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ডা. সৈয়দ মাসুদ হোসেন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ডা. আব্দুস সোবহান, বাহাগিলী ইউনিয়নের উপ-সহকারী মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল গফুরসহ আরও অনেকে।
ইফতার বিতরণ
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে জেলা প্রশাসনের সহযোগীতায় মাসব্যাপী শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে পহেলা রমজানে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে ইফতার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। উদ্বোধনী দিনে শতাধিক মানুষকে ইফতার বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক, ক্যাবের সভাপতি গওহর রিজভি রুশো উপস্থিত ছিলেন।
সচেতনতা কর্মশালা
ম কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে জেন্ডার ন্যায়বিচার ও সামাজিক কু-প্রথা প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও এফআইভিডিবি'র যৌথ আয়োজনে উঋঅঞ-অঐচ অর্থায়িত সেন্ট্রালিটি অফ প্রোটেকশন ইন প্রোট্রাকটেড ক্রাইসেস (সিপিপিসি) প্রকল্পের উদ্যোগে সরকারি কর্মকর্তা, মিডিয়া ব্যক্তিত্ব, ধর্মীয় নেতৃবৃন্দ, আইনজীবী, শিক্ষক প্রতিনিধি এবং নীতি নির্ধারণী মহলের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
গত রোববার বিকেলে কক্সবাজারের হোটেল ইউনি রিসোর্টে কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ সামছুদ-দ্দৌজা। এফআইভিডিবি'র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মহিউদ্দিন সরদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রোগ্রাম সাপোর্ট কোঅর্ডিনেটর খাদিজা তুল কুবরা, কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্প কার্যক্রম বর্ণনা করেন সামিউল হক চৌধুরী এবং কর্মশালার মূল বিষয়বস্ত উপস্থাপনা করেন জেন্ডার স্পেশালিষ্ট ফাহমিদা জাবিন কান্তা। উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল আউয়াল, পস্ন্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ডেপুটি ডিরেক্টর, রোহিঙ্গা রেসপন্স এন্ড নেক্সাস, তাহমিনা হক প্রমুখ।
ব্যাডমিন্টন প্রতিযোগিতা
ম নড়াইল প্রতিনিধি
তারুণ্য উৎসব ও বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় নড়াইল সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নড়াইল জেলার ক্রীড়া অফিসের আয়োজনে প্রতিযোগিতায় বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন অতিরিক্ত প্রশাসক আহসান মাহমুদ রাসেল। এ সময় জেলা ক্রীড়া অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনাসভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য হেমায়েতুল হক হিমু, সাংবাদিক আল আমিন, ক্রীড়া সংস্থার রেফারি শামীম খাঁন সহ প্রমুখ।
আলোচনা সভা
ম সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
সাপাহারে পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রন আইন শৃংখলা বিষয়ক প্রস্তুতিমুলক সভা এবং ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও সেলিম আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত, সাপাহার আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ জামাত মনোনীত নওগাঁ-১ আমনের এমপি প্রার্থী মাহবুব আলম, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আলিফ মাহমুদ, সমাজ সেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার আব্দুর রশিদ, উপজেলা জামাত আমির আবুল খায়ের তরুন, বিএনপির সাধারণ সম্পদক সারোয়ার জাহান লাবু, সাংগঠনিক সম্পাদক আব্দুলস্নাহ আনসারী প্রমুখ।
দিবসের প্রস্তুতি সভা
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বাজার মনিটরিং সংক্রান্ত এবং ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসনিম ঊর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলার বিভিন্ন দফতর প্রধান, স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ, স্থানীয় ব্যবসায়িবৃন্দ, গণমাধ্যমকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।