কুবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ জন শিক্ষার্থী

প্রকাশ | ০৪ মার্চ ২০২৫, ০০:০০

কুবি প্রতিনিধি
কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে (কুবি) মোট এক হাজার ৩০ আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়াই করবেন ৬৪ পরীক্ষার্থী। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার। জানা যায়, কুমিলস্না বিশ্ববিদ্যালয়ে তিনটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে 'এ' ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) আবেদন পড়েছে ৩২ হাজার ৬৫৮টি, বি ইউনিটে (কলাও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং সি ইউনিটে (ব্যবসা শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯হাজার ৯৫২টি। গত ২৮ ফেব্রম্নয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও পেমেন্ট প্রক্রিয়া চলে ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে এক হাজার ৩০টি আসনের বিপরীতে ৬৬ হাজার ৪০২ জন পরীক্ষার্থী পেমেন্ট সম্পন্ন করেছেন। ফলে প্রতি আসনের বিপরীতে লড়তে হবে ৬৪ জন পরীক্ষার্থীকে। 'এ' ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি। 'বি' ও 'সি' ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০টি। 'এ' ইউনিটের একটি আসন পেতে লড়বেন ৯৩ জন, 'বি' ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ জন এবং 'সি' ইউনিটে লড়বেন ৪১ জন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, '৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছেন এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। আমরা মঙ্গলবার সেন্ট্রাল কমিটির সঙ্গে বসে আলোচনা করে কেন্দ্রগুলো নির্ধারণ করব।' আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় 'সি' ইউনিট এবং একই দিনে বিকাল ৩টায় 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকাল ৪টায়।