৭ দফা দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালন করেন ইট প্রস্তুতকারী মালিক সমিতি -যাযাদি
মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা ও ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদী পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ও পরিবেশ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দিয়েছে ইট প্রস্তুতকারী মালিক সমিতি। এছাড়া ইটভাটায় প্রশাসনের অভিযান ও ভাংচুর বন্ধে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টার বরাবর এ স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উলেস্নখ করা হয়, এই শিল্পে প্রায় ৫০ লাখ শ্রমিক কর্মরত আছে। ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়া ভাটার মালিকরা বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব দিয়ে থাকেন। আগে ড্রাম চিমনী, ফিক্সড চিমনী ও লাকড়ী দিয়ে পোড়ানো ইটভাটা সম্পূর্ণ বন্ধ করা সিদ্ধান্তে উপদেষ্টার সঙ্গে তারা একমত পোষণ করেন। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা না করে বৈধ পদ্ধতির জগজাগ ইটভাটায় জরিমানা ও ভাংচুর করছে।
ভাটায় জরিমানা ও বন্ধের প্রতিবাদ জানিয়ে একগুচ্ছ দাবি তুলে ধরেন। দাবিগুলোর মধ্যে উলেস্নখযোগ্য হলো জিগজাগ ইটভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না। কোন ইটভাটা বন্ধ করতে হলে সরকারিভাবে ক্ষতিপুরণ দিতে হবে। মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়নপত্র নেওয়ার বিধান বাতিল করতে হবে। এছাড়া ইটভাটাকে শিল্প হিসাবে ঘোষণা করতে হবে। এসব দাবি বাস্তবায়নে কর্তৃপক্ষ আলোচনায় না বসলে আগামী ১১ মার্চ প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি প্রদান এবং ঈদের পরে ঢাকায় মহাসমাবেশ ও প্রধান উপদেষ্টার কার্যালয় অভিযুখে পদযাত্রার ঘোষণা দেন আন্দোলনকারীরা।
আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, ৭ দফা দাবি বাস্তবায়নে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সদর উপজেলা শাখা। মঙ্গলবার দুপুরে সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন।
এ সময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, ঝিনাইদহে মঙ্গলবার সকালে ঝিনাইদহ সদর ভাটা মালিকরা সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধরী এবং কালীগঞ্জ ভাটা মালিকরা ইউএনও মো. দেদারুল ইসলামের কাছে পৌছে দেন এ স্মারকলিপি। ঝিনাইদহ সদর উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ক্যাশিয়ার রবিউল ইসলাম জানান, 'আমরা সকালে মনববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধরীর কাছে আমাদের দাবি উলেস্নখ করে একটি স্মারকলিপি প্রদান করেছি।'
জয়পুরহাট প্রতিনিধি জানান, জয়পুরহাটসহ সারাদেশে ইট ভাটায় প্রশাসনের মোবাইল কোর্ট, জরিমানা ও ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার শহরের আমতলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জয়পুরহাট জেলা শাখার সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন লেবু, সহ সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান, জয়পুরহাট সদর উপজেলা শাখার সভাপতি মাসুদ রানা প্রধান, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ অনেকেই।
চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় ইউএনও ফাতেহা তুজ জোহরাকে স্মারকলিপি প্রদান করেছে বাংলা ইট প্রস্তুতকারী মালিক সমিতি চিরিরবন্দর উপজেলা শাখা। মঙ্গলবার উপজেলা চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করে ও বিক্ষোভ কর্মসূচি শেষে স্মারকলিপি প্রদান করে।
বিক্ষোভ সমাবেশে দিনাজপুর ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ও চিরিরবন্দর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ময়েন উদ্দিন শাহ্ বলেন, 'আমরা সরকারের নিয়ম মনে ইটভাটা তৈরি করেছি। আমাদের লাইসেন্স দেওয়া হয়েছিল। হঠাৎ করে সরকার লাইসেন্স নবায়ন দিতে ঝামেলা করেছে। আবার হাইকোর্ট থেকে লাইসেন্স না থাকা ইটভাটাগুলো গুড়িয়ে দিচ্ছে। আমরা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমরা চাই দ্রম্নত আমাদের ঝিকঝাক ভাটাগুলোকেও ৪০০ মিটারের মধ্যে লাইসেন্স দিতে হবে।'
চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি জানান, মঙ্গলবার ইউএনও জামাল হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির সভাপতি বেলাল হোসেন, সহ-সভাপতি হুমায়ন কবির, অর্থ সম্পাদক রহমত উলস্নাহ, সদস্য অলি আহমেদ মজুমদার, কামরুল হাসান, মজিবুর রহমান, আবদুল হান্নান, এটিএম আবদুল হালিম, হাসান ইমাম রিপন প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ করে ইটভাটা মালিক ও শ্রমিকরা।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরে বেলা ১১ টায় কয়েকশত ইটভাটা শ্রমিক ও ইটভাটা মালিকরা উপজেলা পরিষদ বাজারে ইটভাটা বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করে। বিক্ষোভ শেষে ইউএনও কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইটভাটা মালিক ফজলুর রহমান, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম ওলি, ইটভাটা শ্রমিক আশরাফ আলী, মামুন ও মহন আলী প্রমুখ।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, গাংনী উপজেলার অর্ধ শতাধিক ইটভাটার মালিক শ্রমিকরা জড়ো হয়ে দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রধান উপদেষ্টা বরাবর পাঠায়। ইটভাটায় ব্যবহৃত স্যালো ইঞ্জিন চালিত যানবাহন নিয়ে হাজার হাজার শ্রমিক জড়ো হয় গাংনী ইউএনও কার্যালয়ের সামনের সড়কে। এসময় যানবাহন দিয়ে সড়ক অবরোধ করে অগ্নিসংযোগ করে শ্রমিকরা। একইসাথে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ঘেরায় করে দাবি উত্থাপন করেন নারী পুরুষ শ্রমিকরা।
হরিণাকুন্ডু ( ঝিনাইদহ) প্রতিনিধি জানান, ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বেলা ১১টায় উপজেলার দোয়েল চত্বরে ওই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইট প্রস্ততকারী মালিক সমিতির হরিণাকুন্ডু শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান খোকন, হরিণাকুন্ডু প্রেস ক্লাবের সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক নাজমুল হুদা রিপনসহ ১৬টি ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ।
কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, দুপুরে ইউএনও'র কার্যালয়ের কলমাকান্দা ইট প্রস্তুতকারী মালিক সমিতি এসব কর্মসূচি পালন করে। পরে ইউএনও'র মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় বক্তব্য রাখেন মালিক সমিতির সভাপতি আব্দুস সালাম কেরণ ও সাধারণ সম্পাদক শাহবাজ মিয়া।
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কাপাসিয়ায় স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া ইটভাটা মালিক সমিতির সভাপতি ফকির ইস্কান্দার আলম জানু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মৃধা, উপদেষ্টা মোঃ মোশারফ হোসেন, সাখাওয়াত হোসেন মানসুর ভূইয়া, কোষাধ্যক্ষ নাজমুল হাসান, সহ-কোষাধ্যক্ষ আবুল বাশার খান, সদস্য সেলিম হোসেন বকুল, আব্দুর রশিদ বেপারী, আল আমীন, সাইফুল ইসলাম, হযরত আলী প্রমুখ।
মণিরামপুর (যশোর) প্রতিনিধি জানান, মণিরামপুরে উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির একটি প্রতিনিধিদল ইউএনও নিশাত তামান্নার কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি প্রদান শেষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ মো. ইকবাল হোসেন, বিএনপি নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মুছা, জামায়াত ইসলামের সূরা সদস্য অ্যাডভোকেট গাজী এনামূল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলনের সভাপতি ইবাদুল ইসলাম মনু, উপজেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সাধারন সম্পাদক আব্দুল খালেক, সহসভাপতি আক্তারুল ইসলাম, হাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মাহবুবু হাসান ফারুক, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম মিঠু প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, ঠাকুরগাঁয়ের পীরগঞ্জে মানববন্ধন শেষে ভারপ্রাপ্ত ইউএনও এনএম ইসফাকুল কবিরের কাছে স্মারকলিপি জমা দেন ইট প্রস্তুতকারী মালিক সমিতির নেতা। এ সময় উপজেলা ইট ভাটা মালিক সমিতির সভাপতি জাহিদুর রহমান, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ভাটা মালিক বেলাল উদ্দিন, আকবর হোসেনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে সমাবেশে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির উপদেষ্টা মোশাররফ হোসেন আকন্দ, সভাপতি আবু হানিফ খান প্রমুখ।