আটঘরিয়ায় অবশেষে সরানো হলো রাস্তার মাঝের সেই ঝুঁকিপূর্ণ বৈদু্যতিক খুটি
প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
অবশেষে টনক নড়েছে কর্তৃপক্ষের, সরানো হলো পলস্নী বিদু্যতের সেই ঝুঁকিপূর্ণ বৈদু্যতিক খুঁটি। দেবোত্তর-খিদিরপুর রাস্তা হুজুরের ঢাল পর্যন্ত সম্প্রসারণের সময় মিয়াপাড়া-নাগদহ সীমান্ত পয়েন্টে রাস্তার মাঝে পলস্নী বিদু্যতের একটি ঝুঁকিপূর্ণ বিরাট বৈদু্যতিক খুঁটি রেখে রাস্তার কাজ শেষ হচ্ছে বলে পত্রপত্রিকা ও সামাজিক যোগাযোগের মাধ্যমে সচিত্র সংবাদ প্রকাশের পর অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ে, গত ৩ মার্চ তোলা হয়েছে রাস্তার মাঝেই সেই ঝুঁকিপূর্ণ বৈদু্যতিক খুঁটি।
উলেস্নখ্য, গত প্রায় এক বছরাধিককাল যাবৎ দেবোত্তর-খিদিরপুর সড়কের হুজুরের ঢাল পর্যন্ত সম্প্রসারণের কাজ চলছিল। প্রথম দিকে ঠিকাদারের গাফিলতির কারণে কাজে দীর্ঘসূত্রীতায় রাস্তায় চলাচলকারী এবং স্থানীয় আবাসিক লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এ ব্যাপারে পত্রপত্রিকায় বহুবার সংবাদপত্র প্রকাশের প্রহার শেষের দিকে কাজের গতি পাওয়ায় মিয়া পাড়া নাগদা পয়েন্ট রাস্তার মাঝে পলস্নী বিদু্যতের ঐ খুঁটি রেখেই কাজ শেষ করা হচ্ছিল। এ নিয়ে স্থানীয় জনগণ প্রশাসন পলস্নী বিদ্যুৎ সমিতির কাছে দেনদরবার করলে পলস্নী বিদু্যৎ সমিতি স্থানরীয় জনগণের কাছে মোট মোটা অংকের টাকা দাবি করে কিন্তু স্থানীয় লোকজন এই টাকা দিতে অপারগতা প্রকাশ করায় খুঁটি রেখেই ঠিকাদার কাজ শেষ করে। এ নিয়ে পত্রপত্রিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্তর লেখালেখির পর অবশেষে কর্তৃপক্ষের টনক নড়ে এবং প্রশাসনের হস্তক্ষেপে গত ৩ মার্চ ঐ বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর করে সংকটের সমাধান করা হয়।