সংবাদ সংক্ষেপ

প্রকাশ | ০৫ মার্চ ২০২৫, ০০:০০

প্রতিনিধি
এসপির মতবিনিময় ম স্টাফ রিপোর্টার, যশোর রমযান ও পবিত্র ঈদ নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে রয়েছে যশোরের পুলিশ। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জেলাজুড়ে টহল বৃদ্ধি করা হয়েছে। ইতোমধ্যে ৯টি থানায় পুলিশের নিয়মিত কার্যক্রমের পাশাপাশি দ্বিগুন ফোর্স মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ছদ্মবেশে অপরাধীদের শনাক্ত করবে বিশেষ টিম। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) নূর ই আলম সিদ্দিকী। তিনি জানান, পবিত্র মাহে রমযান ও ঈদকে সামনে রেখে জেলায় নিয়মিত পুলিশের কার্যক্রমের সঙ্গে সাতশ' পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে। রাতে ২৫টি টিম পায়ে হেঁটে টহল, ৬০টি মোবাইল টিম, ১৩টি পিকেট টিম, ২৭ বাইক ফোর্স কাজ করছে। রমযানে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞানপার্টি, মলমপার্টির অপতৎপরতা রোধে টহল আরও জোরদার করার ঘোষণা দেন তিনি। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রুহুল আমিন, সিনিয়র এএসপি (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান, যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুরুল হক ভূইয়া প্রমুখ। ফুলেল শুভেচ্ছায় বরণ ম স্টাফ রিপোর্টার, নীলফামারী নীলফামারী সরকারী কলেজে উপাধ্যক্ষ হিসেবে গোলাম মোস্তফা চৌধুরী যোগদান করেছেন। প্রায় এক বছর ধরে পদটি শূণ্য ছিল। মঙ্গলবার দুপুরে ছাত্রদল কলেজ শাখার উদ্যোগে নবাগত উপাধ্যক্ষকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কলেজ শাখার ভারপ্রাপ্ত আহবায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রকসি, যুগ্ম আহবায়ক রইসুল ইসলাম রানা ও ফিরোজ আহমেদ সৈকত, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আতিকুর রহমান নিশানসহ অন্যান্য সদস্যরা। উপাধ্যক্ষ গোলাম মোস্তফা চৌধুরী তাদের উদ্দেশে বলেন, শিক্ষা জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি উন্নয়ন করতে পারেনা। এজন্য তোমাদের ভালোভাবে পড়াশুনা করতে হবে। খাদ্যসামগ্রী প্রদান ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় দুস্তদের ৬৫০ ব্যাগ খাদ্য সামগ্রী বিতরণ করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্‌। মঙ্গলবার শ্রীমঙ্গল হোটেল ইসাকী এমোস'র নীচ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা ইনক্‌ সভাপতি মোস্তাক এলাহি চমনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল রাফি আহমেদ চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম ফুয়াদ, দুপ্রক সাধারণ সম্পাদক আব্দুর রউফ তালুকদার, এসোসিয়েশন অব আমেরিকা ইনক্‌'র সহ-সভাপতি ঝলক দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইপু, শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডন, সিনিয়র সাংবাদিক কাওছার ইকবাল, আমেরিকা প্রবাসী মুজিবুর রহমান রেনু, এসোসিয়েশনের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফ উদ্দিন লিটন। ইফতারসামগ্রী বিতরণ ম মণিরামপুর (যশোর) প্রতিনিধি যশোরের মণিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় একশ' পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ইফতারসামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আস-সুন্নাহ্থর স্থানীয় প্রতিনিধি মাওলানা আশরাফ ইয়াসিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামিয়া ইমদাদিয়া মাদানি নগর মাদ্রাসার মুহতামিম মুফতি রশিদ বিন ওয়াক্কাস। নাসিম খানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মণিরামপুর থানার ওসি গাজি নুর মুহাম্মদ, আস-সুন্নাহ কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব, বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান শাহিন, মণিরামপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য নিসার উদ্দিন খান আজম, সহসভাপতি জি এম ফারুক আলম প্রমুখ। বরণ অনুষ্ঠান ম বাগেরহাট প্রতিনিধি অগ্রনী ব্যাংক পিএলসি বাগেরহাটের অঞ্চল প্রধান বিপুল মন্ডলকে বদলীজনিত বিদায় সম্বর্ধনা ও নবাগত অঞ্চল প্রধান জিএম সিরাজুল ইসলামকে বরণ করা হয়েছে। গত সোমবার বিকালে বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়স্থ ব্যাংকের আঞ্চলিক কার্যালয় হলরুমে বিদায় ও বরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী মহাব্যবস্থাপক তপন কুমার বৈরাগী। এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহা ব্যবস্থাপক মলয় কিশোর বিষ্ণু। এ ছাড়া এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শংকর কুমার দাস ও অজয় কুমার দাস। এ সময় অগ্রনী ব্যংক পিএলসির বাগেরহাট জেলার সকল শাখার কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উঠান বৈঠক ম আত্রাই (নওগাঁ) প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে উপজেলা তথ্য অফিসের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় নারীদের ক্ষমতায়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার সাহাগোলা ইউনিয়নের মিরাপুর গ্রামে মহিলাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা তথ্য অফিসার দিলরুবা জান্নাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, তথ্য সেবা সহকারি মিনুয়ারা খাতুন, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। কৃতী খেলোয়ার ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি টাঙ্গাইলের ভূঞাপুরের কৃতী খেলোয়ার শারমিন জাতীয় পর্যায়ে বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে। চট্টগ্রামে গত ২৩ ফেব্রম্নয়ারি অনুষ্ঠিত ৫৩ তম শীতকালীন মাধ্যমিক ও কারিগরি বোর্ডের আন্ত:জেলা ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই জাতীয় প্রতিযোগিতায় টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থানের কৃতিত্ব অর্জন করেছে। শারমিন বর্শা নিক্ষেপ প্রতিযোগিতায় উপজেলা, জেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণের সুযোগ পায় এবং জাতীয় পর্যায়ে দিবতীয় স্থান অধিকার করে। সে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বাহদীপুর গ্রামের ভ্যান-রিক্সা চালক সোহেলের কন্যা। ভার্ডের সভা ম বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ফোরামের সাম্মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ড) কর্তৃক আয়োজিত সান্মাসিক সভা অনুষ্ঠিত হয়। ভার্ডের উপজেলা প্রজেক্ট ম্যানেজার সাইদুর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদাঘাট দক্ষিণ ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ছবাব মিয়া। আরও ব্যক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, সাধারণ সম্পাদক সালেহ আহমদ প্রমুখ। বক্তারানারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও বিভিন্ন সংগঠন সহ সর্বস্তরের লোক জনের এগিয়ে আসার জানান। যুগ্ম আহবায়ক ম বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জয় কুমার সাহাকে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের জেলা শাখার যুগ্ন আহবায়ক করা হয়েছে। সোমবার জেলা কমিটির ৭৮ সদস্যবিশিষ্ট আংশিক কমিটির অনুমোদন দেয়া হয়। বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায় দাস ও সাধারণ সম্পাদক সমীর কুমার বসু স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অজয় কুমার করকে ফরিদপুর জেলা শাখার সভাপতি এবং অরূপ চক্রবর্ত্তীকে সদস্য সচিব করা হয়েছে। মোড়ক উন্মোচন ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনা দুর্গাপুরে কবি ও সাংবাদিক জামাল তালুকদার রচিত 'গল্পে ঘণ্টা বাজে' কাব্যগ্রন্থের মোড়ক উম্মোচন করা হয়েছে। গত সোমবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেস ক্লাব মিলনায়তনে নানা আয়োজনে এ মোড়ক উন্মোচন করা হয়। পুর্ব আলোচনা সভায় দুর্গাপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিলস্নাহ্‌র সঞ্চালনায় প্রেস ক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবির। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন, বিশিষ্ট শিক্ষাবিদ ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এমএ জিন্নাহ্‌, সিনিয়ার যুগ্ম-আহ্বায়ক ও ঢাকাস্থ সুসং দুর্গাপুর সমিতির সভাপতি রফিকুল ইসলাম, দুর্গাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি এসএম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক ইলিয়াস আব্বাসী, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, সিপিবি উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ডা. কামরুল ইসলাম, আনিসুল হক সুমন, কবি শাওন হাসান, কবি মাসুদ রানা প্রমুখ। চেক প্রদান ম নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জুলাই-আগস্ট ২০২৪ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণ-অভূ্যত্থানে অংশ নিয়ে গুলিবিদ্ধ হয়ে আহত ত্রিশালের সতেরপাড়ার মোফাজ্জল হোসেনের চিকিৎসার জন্য বিশ হাজার টাকার একটি চেক প্রদান করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জাহাঙ্গীর আলম। মঙ্গলবার সকালে উপাচার্যের অফিস কক্ষে এসে চেকটি গ্রহণ করেন আহত মোফাজ্জল হোসেন ও তার স্ত্রী মর্জিনা আক্তার। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী উপস্থিত ছিলেন। টিসিবির পণ্য বিক্রি ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়ায় নিম্ন আয়ের কার্ডধারী মানুষের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত মো. ইশতিয়াক ভূইয়া। ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূইয়া জানান, সদর উপজেলার স্বল্প আয় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার সদর উপজেলা পরিষদ চত্ত্বর, কালভৈরব, কারখানাঘাট, আনন্দবাজার, মধ্যপাড়া বর্ডার বাজার, দক্ষিণ পৈরতলা শেখ জালাল মাজার গেইট ও শেরপুর ঈদগাহ মাঠে এই টিসিবির পণ্য বিক্রি করা হয়েছে। পরে পর্যায়ক্রমে সদর উপজেলার প্রতিটি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা হবে। টিসিবির পণ্য নিয়ে কেউ যেন কোন রকম দুর্নীতি করতে না পারে সেজন্য আমাদের মনিটরিং অব্যাহত থাকবে। টিসিবির পন্য বিক্রয় উদ্বোধনকালে ট্যাগ অফিসার মো. বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন। বকনা বাছুর বিতরণ ম নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি নেছারাবাদ উপজেলায় মঙ্গলবার মৎস্য ও প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রজেক্টের মাধ্যমে বকনা বাছুর বিতরণ করেছে। উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৩৫টি বকনা বাছুর ৩৫ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়। বিতরণকালে প্রধান অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক জনাব নৃপ্রেন্দ্র নাথ বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের প্রকল্প পরিচালক মো. খালিদুজ্জামান। সভাপতিত্ব করেন নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার রায়হান মাহমুদ। চেক প্রদান ম নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি রমজানের শুরুতেই বৈষম্যবিরোধী গণ আন্দোলনে ঢাকায় নিহত নবীগঞ্জের শহীদ আজমত আলীর স্ত্রী ও ছেলে মেয়ের খোঁজ-খবর নিতে বাড়িতে ছুটে যান নবীগঞ্জ ইউএনও রুহুল আমিন। গত সোমবার সন্ধ্যায় নবীগঞ্জ পৌর এলাকার হরিপুর গ্রামে শহীদ আজমত আলীর বাড়িতে যান তিনি। এ সময় নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রুহুল আমিন পৌরসভার পক্ষ থেকে শহীদ আজমত আলীর পরিবারকে ইফতারসামগ্রী ক্রয়ের জন্য নগদ ৫ হাজার টাকার চেক প্রদান করেন এবং যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। বিক্ষোভ সমাবেশ ম রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিতরা নবঘোষিত উপজেলা ও পৌর কমিটি অবৈধ দাবী করে মঙ্গলবার নুরপস্নাজার সামনে বিক্ষোভ সমাবেশ করে। উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়ার উদ্দিন পলাশের সার্বিক তত্ত্বাবধনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন যুব ও ছাত্রদলের সাবেক নেতা এম আলাউদ্দিন,মারুফ ভুইয়া, শেখ মো. ফারুক হোসেন, সুমন হোসেন, তারেক আজিজ মামুন, রাসেলসহ উপজেলার ১০টি ইউপি ও পৌরসভার ৯টি ওয়াড়ের নেতা-কর্মীরা। বিক্ষোভ সমাবেশের পুর্বে সোনাপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে সমাবেশ স্থলে উপস্থিত হয়ে শেষ হয়। বিক্ষোভ সমাবেশকারীরা বলেন, ত্যাগী নেতাদেও অপমূল্যায়ন করে এলডিপি কর্মীদের দিয়ে জেলা কমিটির নেতারা অর্থের বিনিময়ে কমিটি দিয়েছে। যে কমিটিতে ঢাকার একটি আবাসিক এলাকার পাহারাদারও পদ পেয়েছে। ঘোষিত কমিটি শিগগিরই বিলুপ্তি না করলে কঠোর অবস্থানে যাবে যুবদলের নেতা-কর্মীরা। খাবার বিতরণ ম গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জোনার ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মাদ্রাসার ৩ হাজার ছাত্রদের মধ্যে পহেলা রমজান থেকে মাসব্যাপী ইফতার ও খাবার বিতরণ কার্যক্রম শুরু করেছে। উপজেলার প্রান্তিক অঞ্চলের ৩০টি মাদ্রাসায় একদিন করে তিন হাজার জন কুরআন পড়ুয়া শিক্ষার্থীদেরকে ইফতার করাবে সংগঠনটি। বিভিন্ন শ্রেণীর সাধারণ মানুষের অর্থায়নে এই ইফতার বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও ফাউন্ডেশনে বিভিন্নভাবে সহযোগিতা করছেন ডা. মোজাফফর আহমেদ আই কেয়ার সেন্টার, সু প্যালেস, গাইবান্ধা, ভিক্টর লাইফস্টাইল লিমিটেড। সংগঠনের সভাপতি আশিকুর রহমান শাওন বলেন, জোনার ফাউন্ডেশন ২০২০ সালে জুলাই মাসে কর্ম এলাকার আর্থ-সামাজিক অবস্থার কাঙ্খিত পরিবর্তন সাধনের জন্য স্থায়ীত্বশীল উন্নয়ন, আত্ননির্ভরশীল সুখী ও সমৃদ্ধশালী অবক্ষয়মুক্ত সমাজ গঠনের উদ্দেশ্য সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক সামাজিক ও সাংস্কৃতিক সেচ্ছাসেবী সংস্থা হিসাবে আত্ম প্রকাশ করে। গরু বিতরণ ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি নেত্রকোনার দুর্গাপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের বকনা গরু বিতরণ করা হয়েছে। মঙ্গলবার উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্ত্বরে ৮০জন পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীর মাঝে এ গরু বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. অমিত দত্ত, ডা. শিলা রানী দাস, প্রেস ক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, টিডবিস্নউএর সাবেক সভাপতি গিলবার্ট চিচাম প্রমুখ।