রামগঞ্জে যুবদলের পদবঞ্চিদের সংবাদ সম্মেলন
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০
রামগঞ্জ (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রামগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের পদবঞ্চিতরা নবঘোষিত উপজেলা ও পৌর কমিটি অবৈধ দাবি করে বুধবার দুপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে। উপজেলা যুবদলের সাবেক সভাপতি গিয়ার উদ্দিন পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে ঘোষিত কমিটি বিলুপ্তি করে দ্রম্নত কমিটি নতুন কমিটি দেওয়ার দাবী জানিয়ে বক্তব্য রাখেন পৌর যুবদলের সাবেক সভাপতি মো. আলাউদ্দিন, জেলা যুবদলের মেম্বার খোরশেদ আলম, সুমন চৌধুরী, ক্যাপ্টেন মারুফ হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ মো. ফারুক, সাধারণ সম্পাদক এমরান হোসেন রাসেল, তারেজ আজিজ মামুন, তাজুল ইসলাম প্রমুখ।