৫ জেলায় আ'লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪৪ জন গ্রেপ্তার
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
পাঁচ জেলায় আ'লীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতাকর্মীসহ ৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর মধ্যে চট্টগ্রামে ৩৪, সিলেটে ৩, নারায়ণগঞ্জে এজন, চাঁদপুরে দুইজন ও নীলফামারীর সৈয়দপুরে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের আরও ৩৪ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন-বাকলিয়া থানার আসামি নিষিদ্ধ ঘোষিত সংগঠন নগর ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মাহামুদুল ইসলাম মুন্না (৩৫), মো. শাকিল (২৩), আবদুল হামিদ ওরফে রিপন (৩৬)। সদরঘাট থানার আসামি সাকিব আলম ওরফে মিনহাজ উদ্দিন সাকিব (২০)। চকবাজার থানার আসামি মো. মোর্শেদ আলম (৩৫), মো. জুয়েল প্রমুখ।
সিলেট অফিস জানায়, সিলেটের স্বেচ্ছাসেবক লীগ নেতা পীযুষ কান্তির সহযোগী স্বেচ্ছাসেবক লীগের ৩ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ তালতলা এলাকা থেকে তাদের আটক করে। এসময় তারা মাদক সেবন করছিলেন ও তাদের সঙ্গে ছিলো অস্ত্রও। আটকরা হলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সিতীশ চন্দ্র নাথ (৫০), জেলা স্বেচ্ছাসেবক কর্মী সুমন কুমার (৫৩) ও জেলা আওয়ামী লীগের সদস্য মো. আবুল হোসেন (৫১)।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেন ওরফে মাকসুদ চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার তথ্যটি নিশ্চিত করেছে বন্দর থানা পুলিশ। বন্দর থানার অফিসার ইনচার্জ তরিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাকসুদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়।
চাঁদপুর প্রতিনিধি জানান, চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি এবং তার ছেলে রাকিব মাঝিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার তারা গ্রেপ্তার হন বলে পরিবারের লোকজন জানান। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি বাহার মিয়া। মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় মামলা রয়েছে।
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে ডেভিল হান্ট অপারেশনের আওতায় পুলিশ খাতামধুপুর ইউপি চেয়ারম্যান পাইলটসহ আ'লীগ অঙ্গ-সংগঠনের মোট ৪জনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার সন্ধ্যার আগে উপজেলার খাতামধুপুর ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুদ রানা পাইলটকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। গত জুলাই-আগস্ট গণ-অভু্যত্থানে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে বলে সৈয়দপুর থানার ওসি ফইম উদ্দিন নিশ্চিত করেন। গ্রেপ্তার পাইলট একই ইউয়িনের সাবেক চেয়ারম্যান মরহুম মোখলেছুর রহমানের ছেলে।