ইউএনও'র মতবিনিময়

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ধনবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ মত বিনিময় করেছে। বুধবার সকালে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বীরমুক্তিযোদ্ধা, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহিদ পরিবারের সদস্যগণ, আহত ব্যাক্তিবর্গ, ছাত্র প্রতিনিধি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবগ, সরকারী কর্মচারী, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সাথে তিনি এ মত বিনিময় করেন। এ সময় বক্তব্য দেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার শাহীন মাহমুদ, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা বিএনপি'র সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপি'র সভাপতি এস এম ছোবাহান ও ধনবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাফিজুর রহমান। সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি ও পেশার ব্যাক্তিবর্গ, ধনবাড়ী প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দসহ এলাকার সুধীজনরা উপস্থিত ছিলেন।