মতবিনিময় সভা
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় মোমিনপুর ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা,র্ যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার পার্বতীপুর উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়ন পরিষদের হল রুমে এ মতবিনিময় সভা,র্ যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মোমিনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কো-অডিনেটর সুরাইয়া হক বসুনিয়া, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোমিনুল ইসলাম প্রমুখ। উপস্থিত ছিলেন ইউনিয়ন সমাজসেবা কর্মকর্তা ভরত চন্দ্রশীল, হিসাব সহকারী সাদ্দাম হোসেন, ইউপি সদস্য খালেদ মাহমুদ সুজন, আমিনুল ইসলাম দুলাল, আসাদুজ্জামান, নুরুল ইসলাম, নুর আলম, নুর ইসলাম দুলাল প্রমুখ।