মুকসুদপুরকে যানজটমুক্ত করতে সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান-২০২৫ উপলক্ষে মুকসুদপুর উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ককে যানজটমুক্ত রাখতে এক মাসের জন্য মুকসুদপুর পৌরসভা কর্তৃক ১০জন সহকারী ট্রাফিক কর্মী নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার মুকসুদপুর সোনালী ব্যাংক মোড়, টেংরাখোলা চৌরঙ্গী মোড়, কমলাপুর ব্রিজ, ডাকবাংলা ও মুকসুদপুর কলেজ মোড় বাসস্ট্যান্ডগুলোতে ইউএনও তাসনিম আক্তার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সায়াত উদ্দিন আহমেদ, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম, মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার সুকান্ত বাউল, পৌরপ্রকৌশলী সদানন্দ রায়, মুকসুদপুর প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম প্রমুখ। সকাল ৭টা হতে রাত ৮টা পর্যন্ত কোন নসিবন, অটো ইজিবাইক ও ট্রাকসহ কোন মালবাহী গাড়ী শহরের মধ্যে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই আইন অমান্য করে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে।