চিতলমারীতে আল আমিন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর বাসিন্দা আলোচিত আল আমিন হত্যার বিচার দাবিতে বুধবার চিতলমারী কেন্দ্রীয় শহিদ মিনার সামনের সড়কে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ ঘটনায় হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি জানানো হয়েছে। নিহত আল আমিন চিতলমারী উপজেলার হিজলা গ্রামের মৃত আয়ুব আলী শেখের ছেলে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, গত ২০ ফেব্রম্নয়ারি সকালে খুলনার সোনাডাংগা ২২তলা ডেল্টা ভবনের সামনে আল আমিন হোসেন ওরফে ইমনকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই রাজিবুল ইসলাম বাদী হয়ে খুলনা সোনাডাংগা থানায় নিহতের স্ত্রী লামিয়া আক্তার ও তার প্রেমিক বিশ্বজিৎ সাহাসহ অজ্ঞতদের নামে একটি হত্যা মামলা করেন। মামলার পর বিশ্বজিৎকে আটক করেছে পুলিশ। মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা যুব দলের সদস্য সচিব শেখ আসাদুজ্জামান জানান, আল আমিন একজন ভদ্র লোক ছিলেন, তার স্ত্রীর পরকিয়ার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা এলাকাবাসী এ হত্যার তীব্র নিন্দা জানাই সেই সাথে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।