সিলেটে পাওনাদারের ভয়ে আত্মগোপনে থাকা যুবককে উদ্ধার করলো পুলিশ
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০
সিলেট অফিস
পাওনাদারদের ভয়ে স্বেচ্ছায় আত্মগোপনে থেকে নিখোঁজ নাটক সাজানোর পর অবশেষে পুলিশ ওই যুবককে উদ্ধার করেছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বালুচর এলাকার লিটন মিয়ার ছেলে রিপন মিয়া (২৬) গত ২৬ ফেব্রম্নয়ারী বিকাল ৩টায় বাড়ি থেকে নিখোঁজ হন। গত ২৮ ফেব্রম্নয়ারী নিখোঁজ রিপন মিয়া তার ব্যবহৃত হোয়াটসআ্যপ নাম্বার থেকে তার বাবাকে হাত-মুখ বাধা ছবি পাঠান। এ ঘটনায় পিতা লিটন মিয়া ৩ মার্চ শাহপরাণ (রহ.) থানায় একটি সাধারন ডায়েরী করেন যার নং- নং-১৫৫।
শাহপরান থানা পুলিশ বিভিন্ন তথ্য প্রযুক্তি এবং স্থানীয় সোর্স ব্যবহার করে শায়েস্তাগঞ্জ থানা পুলিশের সহায়তায় শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ এলাকা থেকে নিখোঁজ রিপনকে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
উদ্ধারের পর রিপন পুলিশকে জানায় তার কাছে কয়েকজন এক লাখ ২৫ হাজার হাজার টাকা পাবে। পাওনাদারদের টাকা দিতে না পারায় আত্মগোপনে চলে যান এবং হাত বাধা মুখ বাধা মিথ্যা ছবি পাঠান।
এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) সাইফুল ইসলাম জানান, ওই যুবক নিখোঁজ হওয়ার পর পুলিশ গোয়েন্দা নিয়োগ করে মূল রহস্য উদঘাটন করেছে।