সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৬ মার্চ ২০২৫, ০০:০০
প্রতিনিধি
ঈদ উপহার
\হঝিনাইদহ প্রতিনিধি
সুবিধাবঞ্চিত এতিম শিশুদের মাঝে ছড়িয়ে দিতে আইএফআইসি ব্যাংক দেশব্যাপী সকল জেলাসমূহে পবিত্র রমজান মাসব্যাপী শুরু করেছে ব্যাতিক্রমী ঈদ ক্যাম্পেইন। বুধবার ঝিনাইদহের কালীগঞ্জ আইএফআইসি ব্যাংকের এসএমই/কৃষি শাখার আয়োজনে পৌর এলাকার আড়পাড়ায় অবস্থিত আড়পাড়া জেএসপি কারিগরী বেসরকারি এতিমখানর শিশুদের ঈদ উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করা হয়। এতিমখানার অফিস কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকটির কালীগঞ্জ শাখার ব্যবস্থাপক সাইদুর শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি অধ্যক্ষ আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জালাল উদ্দিন বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, নাজমুল হক মিশু, এতিমখানার তত্তাবধায়ক মনিরুজ্জামান মিঠু।
ইফতারসামগ্রী প্রদান
ম কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর দেশে এসে নিজ হাতে স্থানীয় দরিদ্র পরিবারের মধ্যে রমজানের উপহার সামগ্রী বিতরণ করেন গাজীপুরের কালীগঞ্জ পৌর এলাকার ভাদার্ত্তী গ্রামের সৌদি আবরের রিয়াদ শহরে প্রবাসী ইয়াসিন মিয়া। এ বছর শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশে আসতে পারেননি। স্থানীয় দরিদ্র পরিবারগুলোতে নিজ হাতে দিতে পারেননি রমজানের উপহার সামগ্রী। তবে দেশে না আসলেও, নিজ হাতে ইফতার সামগ্রী দিতে না পারলেও তার পক্ষে স্থানীয় ৬০০ অসহায়, দুঃস্থ ও দরিদ্র পরিবারে পৌঁছে গেছে ইয়াসিন মিয়ার রমজান উপহার সামগ্রী। প্রথম রমজান রোববার থেকে পর্যায়ক্রমে সৌদি প্রবাসী ইয়াসিন মিয়ার রমজানের উপহার সামগ্রী ইফতার বিতরণ শেষ হয় ৪র্থ রমজান বুধবার সকালে। সৌদি প্রবাসী ইয়াসিন মিয়ার নিজ বাড়ি ভাদার্ত্তী গ্রামে ৬০০টি দুস্থ অসহায় পরিবারকে রমজানের এই উপহার সামগ্রী ইফতার দেওয়া হয়।
বাজার উদ্বোধন
ম মির্জাগঞ্জ(পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর মির্জাগঞ্জ বুধবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে টোল ফ্রি 'কৃষকের বাজার-ভোক্তার বাজার' উদ্বোধন করা হয়েছে। ইউএনও তরিকুল ইসলাম এ কার্যক্রমের উদ্বোধন করেন।
ইউএনও তরিকুল ইসলাম জানান, উপজেলার স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত কাঁচাপণ্যসহ যে কোন খাদ্য সামগ্রী 'কৃষকের বাজার ভোক্তার বাজার' এর নির্ধারিত স্থানে বসে বিক্রি করবেন। এ জন্য বিক্রেতাকে কোন খাজনা দিতে হবে না।
উদ্বোধন অনুষ্ঠানে সুবিদখালী বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ার হোসেন খান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক আসাদুজ্জামান মনির, সুবিদখালী বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ খোকন সিকদার, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুলস্নাহ আল মামুন উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভা
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় পবিত্র রমজানে সকল ইউনিয়নে ইফতার মাহফিল আয়োজনের লক্ষ্যে উপজেলা বিএনপি প্রস্তুতি সভা করেছে। মঙ্গলবার বিকালে শ্রমিক দলের ডুমুরিয়া বাস স্ট্যান্ড কার্যালয়ে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শেখ সরোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যদেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন, বিএনপি নেতা বিএম হাবিবুর রহমান হবি, শেখ মশিউর রহমান লিটন, জিএম মিজানুর রহমান লিটন, খান আসাদুজ্জামান মিন্টু, এফএম গোলাম সরোয়ার, সরদার দৌলত হোসেন, গাজী মোনায়েম হোসেন, আবুল কাশেম মোল্যা, মাষ্টার আয়ুব আহমেদ, আরশাব আলী, শেখ আব্দুর রশিদ, জিলস্নুর রহমান তরফদার, শাহেদুজ্জামান বাবু, খোকন তালুকদার, আব্দুল মজিদ জোয়ার্দার, মিজানুর রহমান কাজী, জিএম সাইকুল ইসলাম, আতিয়ার রহমান, আজমল হুদা মিঠু, শেখ হুমায়ুন কবির প্রমুখ।
গরু-ছাগল বিতরণ
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে গ্রাম বিকাশ কেন্দ্রের ৫টি উপকারভোগী পরিবারের মাঝে বিনামূল্য গরু-ছাগল প্রদান করা হয়েছে। এদের ২ জন সদস্যকে গরু এবং ৩ জন সদস্যকে ছাগল প্রদান করা হয়। গত মঙ্গলবার সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের পিপিইপিপি-ইইউ প্রকল্প বিরামপুর বকুলতলা মোড় ইউনিট অফিসের জীবিকায়ন কম্পনেন্টের আওতায় এসব গরু-ছাগল বিতরণ করা হয়। এ সময় শাখা ব্যবস্থাপক রেশমা খাতুন, সহকারি শাখা ব্যবস্থাপক অরবিন্দু রয়,সহকারি কারিগরি কর্মকর্তা (পুষ্টি) রাজু বিলস্নাহ, লুৎফুন নেসা, (জীবিকায়ন) আহমদুর রহমান, আতিকুর রহমান উপস্থিত ছিলেন।