নিজ বিভাগের শিক্ষককে চেয়ারম্যান করার দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০

রাবি প্রতিনিধি
রাবিতে নিজস্ব বিভাগ ছাড়া চেয়ারম্যান পদে বহিরাগত নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা -যাযাদি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান পদে বহিরাগত নিয়োগের প্রতিবাদে বিক্ষোভ করেছে বিভাগের শিক্ষার্থীরা। এ সময় বিভাগটির অভ্যন্তরীণ যোগ্য ও দক্ষ শিক্ষকদের মধ্য থেকেই চেয়ারম্যান নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর অ্যাকাডেমিক ভবন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রশাসন ভবন ঘেরাও করেন শিক্ষার্থীরা। তারা বলেন, 'অবিলম্বে এ নিয়োগ বাতিল করে বিভাগের অভ্যন্তরীণ যোগ্য শিক্ষকদের চেয়ারম্যান নিয়োগ দিতে হবে এবং ভবিষ্যতে সিদ্ধান্ত নেওয়ার আগে শিক্ষার্থী ও শিক্ষকদের মতামত নিতে হবে।' এর আগে, গত বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রাজশাহী বিশ্ববিদ্যালয় টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাজু সরদারকে বিভাগের সভাপতির রুটিন দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হলো। ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহিদ হোসেনকে স্বপদে ও স্ববেতনে প্রেষণে টু্যরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হলো।