'জনগণের নির্বাচিত সরকারের হাতে দ্রম্নত ক্ষমতা হস্তান্তর করুন'
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম বলেছেন, 'জনগণের নির্বাচিত সরকারের হাতে দ্রম্নত ক্ষমতা হস্তান্তর করুন, দেশের সকল সমস্যা সমাধান করবে জনগনের সরকার। বিএনপি জনমুখী দল, আমরা জনগণকে নিয়ে দেশকে সামনে এগিয়ে নেব। বিএনপি কোন চাঁদাবাজি ও দখলদারিত্ব বিশ্বাস করে না।
বৃহস্পতিবার ইফতারপূর্ব সময়ে উপজেলার আটমুল ইউনিয়ন বিএনপির আয়োজনে বেতগাড়ী মীর শাহে বালিকা উচ্চ বিদ্যালয়ের খোলা মাঠে ইউনিয়ন বিএনপি সভাপতি মীর আবু জাকের মাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, বিএনপি নেতা আব্দুল করিম, এসএম তাজুল ইসলাম, আব্দুল মান্নান দুলু, আব্দুল কুদ্দুস, খোরশেদ আলম কাজল, প্যানেল চেয়ারম্যান জহুরুল ইসলাম প্রমুখ।