দুই জেলায় গ্রেপ্তার ৪৪
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
স্বদেশ ডেস্ক
দুই জেলায় অভিযান চালিয়ে ৪৪ জনকে গ্রেপ্তার করেছে আইনমৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় চট্টগ্রামে আওয়ামী লীগের ৩৪ নেতা-কর্মী, রংপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলার আসামি সাবেক এমপি ও বাগেরহাটে ১০ জনকে গ্রেপ্তার করা হয়। আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবরে বিস্তারিত-
চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম নগরের বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৩৩ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। গত মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- হাসান মুরাদ (৪২), উমর ফারুক প্রকাশ ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), সাজ্জাদ হোসেন রিফাত প্রকাশ রাশেদ (২৫), গোলজার হোসেন (৫৮), আনোয়ার হোসেন (৪৫), আবদুল আজিজ (৪৭), মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খাঁন (২০), শাহিন কবির (২৭), বেলাল হোসেন প্রকাশ রাশেদ হেলাল (৪০), মো.ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯) প্রমুখ।
বাগেরহাট প্রতিনিধি জানান, অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ডেভিল হান্ট অভিযানে গত ৪৮ ঘন্টায় বাগেরহাট জেলায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বাগেরহাট পুলিশ অফিসের মিডিয়া সেলের পুলিশ পরিদর্শক কাজী মোঃ শহিদুজ্জামান জানান, জেলার বিভিন্ন এলাকায় অপারেশন ডেভিল হান্টের অভিযানে গত ৪৮ ঘন্টায় আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ডেভিল হান্ট অভিযানে গত ২৭ দিনে বাগেরহাট জেলায় মোট ২৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী রয়েছে বলে জানা গেছে। আর এ অভিযান অব্যাহত আছে বলে জানান বাগেরহাটের ডিআইও-১ কাজী শাহিদুজ্জামান।