জামিনে মুক্তি পেলেন সা'দপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর
প্রকাশ | ০৭ মার্চ ২০২৫, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
উচ্চ আদালত থেকে জামিনের পর গাজীপুর জেলা কারাগার থেকে ছাড়া পেয়েছেন তাবলীগ জামাতের সা'দপন্থি আলেম মুফতি মুয়াজ বিন নূর। বৃহস্পতিবার মাওলানা সা'দ অনুসারীদের মিডিয়া সমন্বয় মো. সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৮ ডিসেম্বর টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দা?নে মাওলানা জুবায়ের ও মাওলানা সা'দ কান্ধলভী অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
মো. সায়েম বলেন, 'গত ১৮ ডিসেম্বর টঙ্গী ময়দানে সহিংসতার মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। তিনি বুধবার কারাগার থেকে বের হয়েছেন। এছাড়া, এখনো দু'জন কারাগারে রয়েছেন। তারা খুব দ্রম্নত বের হবেন ইনশাআলস্নাহ।'