ইউএনওর হস্তক্ষেপে অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ
প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ০০:০০
লৌহজং (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে পদ্মা নদী তীর দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের শামুরবাড়ি এলাকায় ভাঙন রোধে বাঁধ নির্মাণাধীন প্রকল্পের বস্নকের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণ কাজ চলছিল।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নদীর তীর দখল করে নানা ধরনের স্থাপনার কারণে ঝুঁকি ছাড়াও তীর রক্ষা বাঁধ নির্মাণ বিঘ্নিত হচ্ছিল। পদ্মায় পানি বেড়ে গেলে বাঁধ ভেঙে নতুন করে ভাঙন ঝুঁকি রয়েছে। শামুরবাড়ি রেস্টুরেন্টেরের পাশে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধ ঘেঁষে বস্নকের ভিতরে এই পাকা স্থাপনা নির্মাণ কাজ চলছিল গত কয়েক দিন ধরে এই নিয়ে এলাকায় চাপা উত্তেজনা চলছিল। নির্মাণ শ্রমিকদের কাছে নদীতে স্থাপনা নির্মাণ বিষয়টি জানতে চাইলে তারা বলেন, খান সাহেবের কাজ করছি এর বেশি কিছু জানিনা। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নেছার উদ্দিন জানান, সংবাদ পেয়ে স্থাপনা নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।