রাখাল রাহার শাস্তির দাবি

প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ০০:০০

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি
ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও নাস্তিক রাখাল রাহা'র সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলিস্ন। শুক্রবার (৭মার্চ) বাদ জুমা পৌর সদরের আল আমান বাহেলা খাতুন জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। পরে মুকুন্দগাতি এলাকায় বিক্ষোভ সমাবেশে শেষ হয়। এসময় ছাত্রনেতা রাসেল তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেলকুচির ছাত্র প্রতিনিধি মুসা হাসেমী, সমাজকর্মী জুয়েল আল-হাসান ও হাফেজ মুসা, ইমন সরকার ও মুক্তার প্রামাণিক প্রমুখ।