যুবকের লাশ উদ্ধার
প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ০০:০০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেবক মিয়া-(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার সোনারামপুর এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় তার লাশ উদ্ধার হয়। মৃত সেবক মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের চাতল গ্রামের আব্দুস সালামের ছেলে। পুলিশ জানায়, উপজেলার সোনারামপুর এলাকার রেললাইনের উত্তর পাশের ঢালু জায়গায় এক যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে।