কাজিপুরে যুবকের রহস্যজনক মৃতু্য
প্রকাশ | ০৮ মার্চ ২০২৫, ০০:০০
কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার তারাকান্দিগ্রামের বাথান বাড়ির একটি বসতঘর থেকে ইউসুফ আলী স্বপন (৪০) নামের একযুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। তার মৃতু্য নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত স্বপন উপজেলার বীর শুভগাছাগ্রামের ইমান আলী খানের ছেলে। তিনি শুভগাছা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণসম্পাদক ছিলেন। শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। জানা গেছে, গত একমাস ধরে স্বপন একা দুর্গম চরাঞ্চলেরওই বাথান বাড়ি অবস্থান করে গরু, ঘোড়া, ছাগল দেখাশোনো করতেন। ওই বাথানের মালিক নিহত স্বপনের বন্ধু সারজিল সম্পদ। তিনি প্রতি বুধবার বাড়িতে এসে স্ত্রী সন্তানদের জন্যে বাজার করে দিয়ে আবার চলে যেতেন। স্বপনের স্ত্রীর দাবি গত বুধবার থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।