ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০

স্বদেশ ডেস্ক
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি -যাযাদি
ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত- পঞ্চগড় প্রতিনিধি জানান, শিশু আছিয়াসহ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। রোববার পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটি সহকারী শিক্ষক জুয়েল ইসলাম, আরিফ রায়হান ও আব্দুল গফুর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান, প্রাক্তন ছাত্র তানজিরুল ইসলাম ও শিক্ষার্থী রহুল আমিন। গাইবান্ধা প্রতিনিধি জানান, মাগুরায় চাঞ্চল্যকর ৮ বছরের শিশু ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে রোববার গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা গাইবান্ধা সরকারি কলেজ ক্যাম্পাস প্রদক্ষিণ করে সংলগ্ন কলেজ রোডে গিয়ে এক মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য দেন রুবান হাসান রিয়াদ, মেজবাহুল হক, উম্মে জাহান অনন্যা, মোজাহিদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সারাদেশে নারী নির্যাতন, ধর্ষণ, হত্যার ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। কিশোরী তরুণী গৃহবধু শিক্ষার্থী শুধু নয়, এইসব নরপিশাচদের হাত থেকে নিষ্পাপ শিশুরাও রক্ষা পাচ্ছে না। ধর্ষিত ওই শিশু এখন মৃতু্য যন্ত্রনায় ভুগছে। এই বর্বরতা মেনে নেওয়া হবে না। বক্তারা আরও অভিযোগ করেন, ধর্ষকদের গ্রেপ্তার ও বিচারে কালক্ষেপন হচ্ছে। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যদি দ্রম্নততম সময়ের মধ্যে তাদের আটক করে আইনের আওতায় আনতে না পারেন তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো অধিকার নেই। অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে প্রশাসন ব্যর্থ হলে ছাত্রসমাজ ঐক্যবদ্ধভাবে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালন করতে বাধ্য হবে। শ্রীপুর পৌর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরসহ সারাদেশে বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন করেছে স্কুল শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র জনতা। রোববার দুপুরে উপজেলার মডেল থানার মূল ফটক থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে মাওনা-শ্রীপুর আঞ্চলিক মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে থানার চত্বরে এসে শেষ হয়। পরে বিক্ষোভকারীরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এ সময় বিক্ষোভ সমাবেশে নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের শিকার না হন, সেই দাবি জানান তারা। ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় সারাদেশে চলমান ধর্ষনের প্রতিবাদ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ। রোববার তারা পৌর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। নিপীড়ন বিরোধী সচেতন ছাত্র সমাজ আয়োজিত কেন্দ্রিয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম, শাকিব, অনিক হোসেন, সাব্বির ইসলাম সিয়াম, আতিকুল ইসলাম আতিক, সোহাগ চৌধুরী, দেওয়ান সাইফুল ইসলাম, সুলতান, ফিরোজ আহমেদ, আসাদ, সুলতান খান প্রমুখ।