পাবনার চাটমোহরে কৃষক দলের কমিটি গঠন নিয়ে মানববন্ধন -যাযাদি
পাবনার চাটমোহরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কমিটি গঠন নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। চলছে পাল্টাপাল্টি প্রতিবাদ সভা, মানববন্ধন। উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের নব ঘোষিত কমিটি নিয়ে দেখা দিয়েছে এই বিরোধ। এক পক্ষ নব ঘোষিত কমিটিকে আওয়ামী লীগ সমর্থিত 'পকেট কমিটি' আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন। একইসঙ্গে কমিটি থেকে ১০ জন নেতা পদত্যাগ করেছেন।
অপরপক্ষ তাদের প্রতিবাদে প্রতিবাদ সভা করেছেন। তার বিরুদ্ধে কমিটি বাতিলের দাবি করা পক্ষের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন।
রোববার সকালে চাটমোহর নতুনবাজার খেয়াঘাট ব্রিজ এলাকায় কৃষকদলের পদবঞ্চিত ক্ষুব্ধ নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। এ সময় তারা নব ঘোষিত কমিটিকে 'পকেট কমিটি' উলেস্নখ করে তা বাতিলের দাবি জানান। এ ধরনের কমিটি গঠনের ফলে ত্যাগী ও পরীক্ষিত নেতা কর্মীরা বঞ্চিত হচ্ছেন বলে দাবি করেন তারা। ্এত উপস্থিত ছিলেন বিলচলন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলামিন হোসেন, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, বিলচলন ইউনিয়ন তাঁতিদলের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, বিলচলন ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক হাসেম আলী,বিলচলন ইউনিয়ন কৃষকদলের সাবেক নেতা আব্দুস সালাম, বিলচলন ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার সিতার আলী, বিলচলন ইউনিয়ন বিএনপি নেতা রেজাউল মেম্বর, ৯ নং ওয়ার্ড মেম্বর মিলন হোসেন, বিলচলন ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।
উলেস্নখ্য, সম্প্রতি চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়ন কৃষকদলের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে উপজেলা কৃষকদল। কমিটিতে সভাপতি পদে নজরুল ইসলাম, সহ-সভাপতি বাবু মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন ও প্রচার সম্পাদক পদে আলহাজ হোসেন এর নাম অন্তর্ভুক্ত করা হয়।
কিন্তু বিলচলন ইউনিয়ন বিএনপি'র আহ্বায়ক আফছার আলী ও যুগ্ম আহ্বায়ক মোখলেসুর রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের অভিযোগ, 'কমিটির সভাপতি, সহ-সভাপতি, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক বিগত আওয়ামী লীগ সরকারের সময় আওয়ামী লীগের সক্রিয় কর্মী ছিলেন। এ ঘটনার প্রতিবাদে ও কমিটি বাতিলের দাবিতে গত ৫ মার্চ কৃষকদলের নব ঘোষিত কমিটি থেকে ১০ জন পদত্যাগ করেন। একইসঙ্গে তারা ত্যাগী কর্মীদের নিয়ে নতুন করে কমিটি গঠনের দাবি জানিয়েছেন।