রামপালে বিএনপির দুই গ্রম্নপে সংঘর্ষ ২৮ জনের বিরুদ্ধে মামলা
প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০
বাগেরহাট প্রতিনিধি
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাগেরহাটের রামপাল উপজেলায় বিএনপির দফায় দফায় হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনায় উপজেলা বিএনপির আহবায়ক শেখ হাফিজুর রহমান তুহিনসহ ২৮ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বিএনপি কর্মী উপজেলার মালিডাঙ্গা গ্রামের নজমল শেখ বাদী হয়ে গত শনিবার রাতে রামপাল থানায় মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়- গত বৃহস্পতিবার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার ঝনঝনিয়া, চেয়ারম্যান মোড়, ভাগা ও রনসেন এলাকায় বিএনপি নেতা তুহিন গ্রম্নপের হামলায় উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী জাহিদুল ইসলাম গ্রম্নপের ১৫ জন নেতাকর্মী আহত হন। আহতদের চিংড়ি ঘের ও বসতবাড়ি ভাংচুর ঘটনা ঘটে।
রামপাল থানার ওসি সেলিম রেজা জানান, এজাহার নামীয় আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।