নোয়াখালীতে চাঁদা না পেয়ে বাড়িঘর-দোকানে ভাঙচুর প্রতিবাদে মানববন্ধন

প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় চাঁদা না পেয়ে তিনটি বসত বাড়ি ও একটি নির্মাণাধীন দোকানে সন্ত্রাসী হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গত শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের নানুপুর ও বাকিপুর গ্রামের সিরাজ মিয়ার নতুন বাড়ির মো. সবুজ, বাকীপুর নতুন বাড়ির মো. ইসমাইল ও আমির হোসেনের বসত বাড়িতে এ হামলা, ভাংচুরের ঘটে। এসময় বাড়িতে থাকা নারীদেরও মারধর করা হয়। এর আগে গত ২৭ ফেব্রম্নয়ারি রাতে ইসলাম কাজী বাড়ির আকবর হোসেনের নির্মাণাধীণ দোকান ও বাড়ির সীমানা প্রাচীর ভেঙে গুঁড়িয়ে দেয় সন্ত্রাসীরা। এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। রোববার নানুপুর ইসলাম কাজী বাড়ি মসজিদের সামনে এ মানববন্ধন হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর রাজগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জাফরের নেতৃত্বে একদল সন্ত্রাসী এলাকায় নিরীহ লোকজনের কাছে চাঁদা দাবিসহ বাড়িঘরে হামলা ভাংচুর চালায়। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাওয়া যায়নি। তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।