লাকসামে 'চাষি ভাই' চিনিগুঁড়া চালের নকল প্যাকেজিং ও প্রক্রিয়াজাত

প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০

লাকসাম (কুমিলস্না) প্রতিনিধি
'চাষী ভাই' সুগন্ধি চিনিগুঁড়া চাল নকল প্যাকেজিং ও প্রক্রিয়াজাত করে অবৈধভাবে বাজারে বিক্রি করছে লাকসামের এক অসাধু ব্যবসায়ী। এমন তথ্য প্রমাণের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই অসাধু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। জানা যায়, লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারের ব্যবসায়ী মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদ অন্য একটি প্রতিষ্ঠানের চাষী ভাই সুগন্ধি চিনিগুঁড়া চাল নকল প্যাকেজিং ও প্রক্রিয়াজাতসহ অবৈধভাবে দীর্ঘদিন ধরে বাজারজাত করে আসছে। ওই অসাধু ব্যবসায়ী রাশেদ চাষী ভাই সুগন্ধি চিনিগুঁড়া চালের প্যাকেট তৈরী করে বাজারের নিম্নমানের খোলা চিনিগুঁড়া পোলাওয়ের চাল প্রক্রিয়াজাতসহ বাজারজাত করে ভোক্তাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে বহু টাকা। এছাড়াও ওই অসাধু ব্যবসায়ী রাশেদ রমজান উপলক্ষে নিম্নমানের খোলা খেজুর নকল প্যাকেজিংয়ের মাধমে অবৈধভাবে বাজারজাত করে আসছে। ভ্রাম্যমাণ আদালতের হঠাৎ অভিযানে ওইসব পণ্য অবৈধভাবে প্রক্রিয়া ও বাজারজাত করার প্রমাণ পায় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ। জিজ্ঞাসাবাদে ওই অসাধু ব্যবসায়ী চাষী ভাই সুগন্ধি চিনিগুঁড়া চালের ব্যান্ড নকল করে প্রক্রিয়াজাত ও নিম্নমানের খোলা খেজুর নকল প্যাকেজিংয়ের মাধমে অবৈধভাবে বাজারজাত করার কথা স্বীকার করায় তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে লাকসাম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ যায়যায়দিনকে জানান- গত শনিবার বিকেলে রমজান উপলক্ষে বাজার মনিটরিংকালে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজারে মিজান এন্ড ব্রাদার্সের মালিক মো. রাশেদের দোকানের ভিতর দেশের অন্য একটি প্রতিষ্ঠানের পণ্য চাষী ভাই চিনিগুঁড়া চালের খালি প্যাকেট ও প্যাকেজিং করার ইলেকট্রনিক মেশিনসহ নিম্নমানের খোলা চিনিগুঁড়া চাল এবং নিম্নমানের খোলা খেজুর প্যাকেজিংয়ের উপকরণ পাওয়া যায়। এসব পণ্য অবৈধভাবে প্রক্রিয়াজাত করে বাজারে খুচরা ও পাইকারি বিক্রি করেন তিনি। জিজ্ঞাসাবাদে তিনি অবৈধভাবে এসব বিক্রির কথা স্বীকার করায় ওই অপরাধে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাউছার হামিদ আরও বলেন- অভিযুক্তকে সতর্ক করে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন কাজ হলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও মূল্য তালিকা প্রদর্শন, সঠিক ওজন ও অতিরিক্ত দাম না নিতে ওই সময়। অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করে দেয়া হয়েছে।