সশস্ত্র বাহিনীর ৮ স্থাপনার নাম বদল আরও ১৬ নতুন নাম প্রস্তাব
প্রকাশ | ১০ মার্চ ২০২৫, ০০:০০
যাযাদি ডেস্ক
ক্ষমতাচু্যত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়েছে। এর মধ্যে নৌবাহিনীর তিনটি, বিমানবাহিনীর তিনটি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের একটি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে।
এছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর ১৬টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে সার সংক্ষেপ পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য বা তার সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর আটটি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বাতিল করে প্রস্তাবিত নতুন নাম অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা, যিনি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন।
ওই আট সংস্থা, প্রতিষ্ঠান ও স্থাপনার নতুন নামের তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে।