সড়ক দুর্ঘটনা

সাত জেলায় নিহত ৮

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
সাত জেলায় সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছে। মাদারীপুরের রাজৈরে এক, ঝিনাইদহের মহেশপুরে এক, সীতাকুন্ডে দুই, নেত্রকোনার দুর্গাপুরে এক, নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক, পঞ্চগড়ে এক ও কুষ্টিয়ার ভেড়ামারায় একজন নিহত হয়েছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : টেকেরহাট (মাদারীপুর) : মাদারীপুরের রাজৈরে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার বেলা ১১টায় রাজৈর-নয়ানগর সড়কের নয়ানগর নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ছালেহা বেগম (৬৫) উপজেলার নয়ানগর গ্রামের ইসমাইল কাজীর স্ত্রী। ঝিনাইদহ : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ঘুগরী গ্রামে ইজিবাইকের ধাক্কায় জুনায়েদ হোসেন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। শনিবার সকালে ঘুগরী কাঁঠালতলা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুনায়েদ উপজেলার বাগানমাঠ গ্রামের কালু মিয়ার ছেলে। সীতাকুন্ড (চট্টগ্রাম) : সীতাকুন্ডে পৃথক সড়ক দুর্ঘটনায় পথচারীসহ দুজন নিহত হয়েছে। গত শনিবার সকালে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট কুমিরা বাইপাস ও পাক্কা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত দুজনের নাম, পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৯টায় ছোট কুমিরা বাইপাস এলাকায় যাত্রীবাহী ৮নং মিনিবাস মহাসড়কে দাঁড়িয়ে যাত্রী নামানোর সময় আরেকটি বাস দাঁড়িয়ে থাকা মিনি বাসকে ধাক্কা দেয়। এতে মিনি বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অজ্ঞাত (৪০) নামে এক যাত্রীর মৃতু্য হয়। দুর্ঘটনার পর সীতাকুন্ড থানার এসআই মাহবুব নিহতের লাশটি উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। অপরদিকে সকাল সাড়ে ১০টায় মহাসড়কের পাক্কা রাস্তার মাথা এলাকায় রাস্তা পারাপারের সময় চট্টগ্রামমুখী একটি দ্রম্নতগামী বাসচাপায় অজ্ঞাত (৩৮) এক পথচারী গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর আহত পথচারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্গাপুর (নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে মোটরসাইকেল মেকানিক রমজান আলী লরির চাপায় নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় দুর্গাপুর পৌর এলাকার দক্ষিণপাড়া (পুলিশ মোড়ে) এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ সদর ইউনয়নের পিতলগঞ্জে অবৈধ যান ইছারমাথা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির চালক ও হেলপার নিহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার ভক্তবাড়ি পিতলগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। পঞ্চগড় : পঞ্চগড়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মানিক হোসেন (২৫) ও আরোহী নয়ন ইসলাম (২২) নামে দুইজন নিহত হয়েছে। গত শুক্রবার রাতে পঞ্চগড়-বাংলাবান্ধা সড়কের ব্যারিস্টার বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত মানিক সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের বাদিয়াগছ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে এবং নয়ন সাহেবিজোত গ্রামের নুর ইসলাম নুরুর ছেলে। কুষ্টিয়া : কুষ্টিয়ার ভেড়ামারার ১২ মাইল মতিয়া ফিলিং স্টেশনের সামনে শনিবার বিকাল ৪টায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নাহারুল ইসলাম (৫২) নিহত হয়েছে। সে দৌলতপুর উপজেলার তারাগুনিয়া ফারাকপুর এলাকার সামছের প্রামাণিকের ছেলে।