বাঞ্ছারামপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৭

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউপির পূর্বহাটি গ্রামে আধিপত্য বিরাজকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে ১৭ জন আহত হয়েছে। এ সময় ৪-৫টি বসতঘর ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামে সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলেন শরীফ মিয়া (২৪), শহীদ মিয়া (৫৫), শফিকুল ইসলাম (৩৫), শাহজাহান মিয়া (২৩), ফোরকান মিয়া (৩৫), আব্দুল করিম (৪৫), জায়েদা বেগম (৫৫), মায়া বেগম (৬০), গুরুতর আহতদের মধ্যে শহীদ মিয়া, শফিকুল ইসলাম, শাহজাহান মিয়া ও ফোরকান মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রামের বেগ বাড়ির সঙ্গে উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আব্দুল খালেক প্রধানের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কয়েক বছর যাবৎ বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার সকালে খালেক প্রধানের লোকজন বেগবাড়ির পক্ষে মহসিন মিয়াকে মারধর করে। এই ঘটনায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার সকাল ১১টায় বেগ বাড়ির লোকজন ও খালেক প্রধানের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক তদন্ত কামরুজ্জামান তালুকদার জানান, পূর্বহাটি গ্রামের দু'পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের খবর পেয়ে একদল পুলিশ নিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। \হবর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, কোনো পক্ষের কেউ কোনো অভিযোগ থানায় জমা দেয়নি।