৫৫ বস্তা ভারতীয় সুপারি জব্দ

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

কলমাকান্দা (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় থেকে চোরাই পথে আসা ভারতীয় ৫৫ বস্তা সুপারি জব্দ করেছে উপজেলার খারনৈ সীমান্ত চৌকিতে দায়িত্ব পালনকারী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কথিত সুরুজ মার্কেট কচুগড়ার বনবেড়া সীমান্তে প্রশান্ত ঘাগ্রার বাড়িরসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনার সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে সেখান থেকে দুই চাকাবিশিষ্ট ঠেলাগাড়িতে রাখা অবস্থায় ৫৫ বস্তা সুপারির সন্ধান মেলে। চোরাই পথে আসা সুপারিগুলোর বাজার মূল্য প্রায় দুই লক্ষাধিক টাকা। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) খারনৈ বিওপির সুবেদার আবুল কাশেম মুঠোফোনে ভারতীয় সুপারি উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।