বিভিন্ন স্থানে যুবদলের বিক্ষোভ মিছিল

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

স্বদেশ ডেস্ক
নওগাঁয় বাংলাদেশ যুবদলের বিক্ষোভ মিছিল -যাযাদি
সাবেক বিচারপতি কর্তৃক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তমের বিরুদ্ধে কটূক্তি করার প্রতিবাদে ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবিতে বিভিন্ন স্থানে যুবদল বিক্ষোভ সমাবেশ করেছে। প্রতিনিধি এবং সংবাদদাতার পাঠানো খবর : \হনওগাঁ : শহরের কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয় থেকে জেলা যুবদল একটি বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ বেষ্টনীর মধ্যেই বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেছে তারা। জেলা যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে অন্যান্যের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ নাছির উদ্দীন আহমেদ ও অ্যাডভোকেট রফিকুল আলম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম সম্পাদক মানিক খান প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বীরউত্তমের বিরুদ্ধে কটূক্তি করার তীব্র প্রতিবাদ ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শর্তহীন মুক্তির দাবি জানান। রংপুর : রংপুরে শনিবার দুপুরে পুলিশের বাধায় মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল রাস্তায় বেরোতে পারেনি। পরে নগরীর গ্রান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিরুদ্ধে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিকের কটূক্তির প্রতিবাদ ও বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাস্তায় বিক্ষোভ কর্মসূচি পালন করার কথা ছিল। সংগঠনের নেতাদের অভিযোগ, শনিবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ের দলীয় কার্যালয় থেকে রংপুর মহানগর যুবদলের এক বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের বাকবিতন্ডা ও ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পুলিশের বাধার কারণে বিক্ষোভকারীরা দলীয় কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করে। রংপুর মহানগর যুবদলের সভাপতি মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক লিটন পারভেজ, সহসভাপতি ফরহাদ হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম লেলিন প্রমুখ।