বিজয়নগরে নৌকার নির্বাচনী অফিসে গুলি

প্রকাশ | ১৬ জুন ২০১৯, ০০:০০

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) অ্যাডভোকেট তানভীর ভূইয়ার নির্বাচনী অফিসে গুলি বর্ষণ করেছে দুর্বৃত্তরা। দুবৃর্ত্তদের ছোড়া গুলিতে স্থানীয় এক যুবলীগ নেতা আহত হয়। শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের অভিযোগ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমানের (ঘোড়া প্রতীক) সমর্থকরা এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ছতরপুরে আওয়ামী লীগের নির্বাচনী অফিসে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নৌকা প্রতীকের সমর্থনে উপজেলার বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নির্বাচনী পরামর্শ সভা করার সময় মুখোশধারী কয়েকজন যুবক মোটরসাইকেলযোগে অফিসের সামনে এসে ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের নাম ধরে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে যুবকরা অফিস ভাঙচুর করে এবং কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে ওয়ার্ড যুবলীগের সহসভাপতি নুরধন ভূইয়া (৪৩) পায়ে ও পিঠে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এ ব্যাপারে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভূইয়া অভিযোগ করে বলেন, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (ঘোড়া প্রতীক) নাছিমা লুৎফুর রহমানের সমর্থকরা কিছুদিন ধরেই নৌকার প্রচারণা বন্ধ করতে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এ ব্যাপারে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফুর রহমান (ঘোড়া প্রতীক) তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তাদের মধ্যে (আওয়ামী লীগ) গ্রম্নপিং আছে। তারা নিজেরা করে এর দায়ভার আমার ওপর চাপাতে চাচ্ছে। সঠিক তদন্ত করলেই আসল রহস্য বের হয়ে আসবে।