চৌগাছায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

চিরিরবন্দরে স্বামীর বাড়ি থেকে নববধূর লাশ উদ্ধার

প্রকাশ | ১১ মার্চ ২০২৫, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর ও চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামীর বেধড়ক মারপিটে স্ত্রী নিহত হয়েছেন। সোমবার সকালে নারায়নপুর গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত রেক্সোনা খাতুন (৩৫) ওই গ্রামের রাকিবুল ইসলাম সিজারের (৪৫) স্ত্রী। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। স্থানীয় সূত্র ও এলাকাবাসী জানায়, চৌগাছা উপজেলার নারায়ণপুর গ্রামে বাসিন্দা রাকিবুল তার বর্তমান স্ত্রী রেক্সোনাকে নিয়ে বসবাস করেন। রাকিবুলের প্রথম স্ত্রী ঢাকায় থাকেন। কিন্তু প্রথম পক্ষের কন্যাসন্তান পিতার (রাকিবুল) সাথেই বসবাস করেন। রাকিবুল মাঝে-মধ্যে এই মেলে জন্য মিষ্টি বা খাবার কিনে আনতেন। যা নিয়ে বর্তমান স্ত্রী রেক্সোনা খাতুনের সঙ্গে প্রায়ই মনোমালিন্য হতো। সোমবার সকালে একই বিষয়কে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাকবিতন্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে রাকিবুল ইসলাম কাজে বের হতে চাইলে রেক্সোনা খাতুন তাকে বাধা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে রাকিবুল ইসলাম রাগান্বিত হয়ে পাশে থাকা বাঁশ দিয়ে স্ত্রীকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন। গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে রেক্সোনা খাতুনের মাথায় মারাত্মক রক্তক্ষরণ হয় এবং ঘটনাস্থলেই তার মৃতু্য ঘটে। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠায়। চৌগাছা থানার এসআই মিজানুর রহমান জানান, সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলছে। ঘটনার পর থেকে আসামি রাকিবুল ইসলাম সিজার পলাতক রয়েছেন। পুলিশ হত্যার সঠিক কারণ উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারের জন্য তৎপর রয়েছে। চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি জানান, দিনাজপুর চিরিরবন্দর উপজেলা বিয়ের দুইনের মধ্যে নববধূর হাতের মেহেদী শুকিয়ে যাবার আগে স্বামীর বাড়ি থেকে নববধূ তানিয়া আক্তারের লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার পুনট্টি ইউনিয়নের দক্ষিণ হযরতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নববধূ তানিয়া আক্তার(১৮) পার্বতীপুর উপজেলার কুড়িয়াইল গ্রামের আবুতালের এর মেয়ে। নিহত নববধূর পরিবার জানায়, নিহত তানিয়ার সঙ্গে পাশের উপজেলার দক্ষিণ হয়তপুর গ্রামের আব্দুর রহিমমের গত বৃহস্পতিবার দিবাগত রাতে পারিবারিকভাবে বিয়ে হয়। রোববার জামাইর বাড়ি হতে নতুন বউকে নিতে আসে তার পরিবারের সদস্যরা পরে খাওয়ার দাওয়া শেষে হতে নতুন বউকে নিয়ে সন্ধার আগে তার চলে যায়। পরে রাত তিনটার দিকে জানতে পারি জামাই মেয়েকে গলা চেপে হত্যা করেছে। চিরিরবন্দর থানার ওসি আব্দুল ওদুদ বলেন, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা একটি হত্যা মামলা করেছে। আসামি কোর্টে চালান করা হয়েছে।